বিএনপির অধিকাংশ নেতাই দলছুট: হাছান মাহমুদ

পুণ্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ১৭ নভেম্বর ২০১৯ ১৪:২৩ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ৯৬ বার।

তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, 'বিএনপির অধিকাংশ নেতাই দলছুট।' রোববার জাতীয় প্রেসক্লাবে মওলানা ভাসানীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। খবর সমকাল অনলাইন 

তথ্যমন্ত্রী বলেন, 'বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অন্য দল করতেন। রিজভী আহমেদও এক সময় অন্য সংগঠন করতেন। মওদুদ আহমদ তো সব দলই করেছেন। তাদের প্রতি শ্রদ্ধা রেখেই বলতে চাই, তারা সবাই দলছুট নেতা।'

'ভাসানী ঐক্যজোট' ও 'ন্যাপ ভাসানী' এ সভার আয়োজন করে। ঐক্যজোটের আহ্বায়ক বঙ্গদ্বীপ এমএ ভাসানীর সভাপতিত্বে সভায় বক্তব্য দেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি শাহে আলম মুরাদ, অ্যাডভোকেট বলরাম পোদ্দার প্রমুখ।

সভায় তথ্যমন্ত্রী আরো বলেন, মওলানা ভাসানীর অনুসারীরা বেশিরভাগই আদর্শ ত্যাগ করে অন্য দলে চলে গেছেন। বিএনপির অনেক বড় বড় নেতা, যারা মন্ত্রী ছিলেন, যারা আজকে স্থায়ী কমিটির সদস্য এবং ভাইস চেয়ারম্যান, তাদের অনেকেই ভাসানীর দল করতেন, তার অনুসারী ছিলেন। জিয়াউর রহমান যখন ক্ষমতার উচ্ছিষ্ট বিলিয়ে দেন, তখন তা পাওয়ার জন্য তারা দলত্যাগ করে বিএনপিতে যোগ দিয়েছিলেন। অনেকে জাতীয় পার্টিতেও যোগ দিয়েছিলেন। ক্ষমতার জন্য ভাসানীর কোনো লোভ ছিল না। তাই তার কিছু অনুসারীর এমন অধঃপতন সত্যিই পীড়া দেয়।'

হাছান মাহমুদ বলেন, 'পেঁয়াজের এই উচ্চমূল্য থাকবে না। বিদেশ থেকে বিমানে করে পেঁয়াজ আসছে। নতুন উৎপাদিত পেঁয়াজ বাজারে এসেছে। সুতরাং সহসাই এর দাম কমে যাবে।'