মুন্সীগঞ্জে বিয়ের খাবার খেয়ে অসুস্থ ২ শতাধিক

পুণ্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ১৭ নভেম্বর ২০১৯ ১৪:৩০ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১৩৬ বার।

মুন্সীগঞ্জ সদরের বাগেশ্বর এলাকায় বিয়ের অনুষ্ঠানের খাবার খেয়ে শিশুসহ দুই শতাধিক মানুষ অসুস্থ হয়ে পড়েছে।

আহতদের মধ্যে ৫০ জনকে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুইজনকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। খবর সমকাল অনলাইন 

অসুস্থ হওয়া মো. মতিন নামে এক ব্যক্তি জানান, শনিবার সন্ধ্যায় সদর উপজেলার বাগেশ্বর বাজারে আলী কমিউনিটি সেন্টারে বাগেশ্বর দেওয়ানবাড়ি গ্রামের আসাবুদ্দিনের মেয়ে রূপা আক্তার ও পঞ্চসার গ্রামের সফিউদ্দিনের ছেলে রানা দেওয়ানের বিয়ের অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে খাবার খাওয়ার পর বর ও কনে পক্ষের লোকজনের কেউ কেউ বমি করেন এবং অনেকে পেট ব্যথায় আক্রান্ত হন।

মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক শৈবাল বসাক জানান, শনিবার সন্ধ্যার পর থেকে অসুস্থ নারী, পুরুষ ও শিশুরা হাসপাতালে আসতে শুরু করে। রোববার সকাল পর্যন্ত অসুস্থ বেশ কয়েকজনকে হাসপাতালে ভর্তি করা হয়। ৫০ জনকে চিকিৎসা দেওয়া হচ্ছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।