শেরপুর ও ধুনট বিএনপির সহযোগী সংগঠনের প্রতিনিধিসভা

শেরপুর উপজেলা (বগুড়া) প্রতিনিধি
প্রকাশ: ০৬ নভেম্বর ২০১৮ ১৩:৫৩ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ২১৭ বার।

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে বগুড়ার শেরপুর ও ধুনট উপজেলা বিএনপির সহযোগী সংগঠনের নেতাকর্মীদের নিয়ে তৃণমূল প্রতিনিধি সভা সোমবার সন্ধ্যায় অনুষ্ঠিত হয়েছে। শেরপুর পৌরশহরের সকাল বাজারস্থ নবমী সিনেমা হলের সম্মেলন কক্ষে আয়োজিত এই সভায় উপস্থিত নেতাকর্মীরা শেরপুর-ধুনট নির্বাচনী এলাকায় জানে আলম খোকাকে বিএনপির দলীয় মনোনয়ন দেয়ার দাবি জানিয়েছেন। পাশাপাশি সুযোগ সন্ধানী সংস্কারপন্থী হিসেবে পরিচিত নেতাদের দলীয় মনোনয়ন না দিতে দলের হাইকমান্ডের প্রতি আহবান জানিয়ে তারা আরও বলেন, দুঃসময়ে যারা দলের সঙ্গে বিশ্বাসঘাতকা করেছেন।  বিএনপিকে ভাঙার ষড়যন্ত্র করেছেন। তাদেরকে দলীয় মনোনয়ন দেয়া হলে তৃণমূলের নেতাকর্মীরা মেনে নেবে না। বরং তাদেরকে প্রতিহত করা হবে। উক্ত সভায় সভাপতিত্ব করেন উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুর রাজ্জাক। এতে প্রধান অতিথির বক্তৃতা জেলা বিএনপির উপদেষ্টা ও শেরপুর উপজেলা বিএনপির আহবায়ক জানে আলম খোকা বলেন, সংলাপের মাধ্যমে কোন দাবি ও সমস্যার সমাধান হবে না। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি মিলবে না। আন্দোলন সংগ্রামের মাধ্যমে নেত্রীকে মুক্ত করতে হবে। এজন্য দলের সব নেতাকর্মীকে প্রস্তুত থাকতে হবে। এছাড়া নির্দলীয় সরকার প্রতিষ্ঠাসহ বিভিন্ন দাবিতে আগামী ৮নভেম্বর শেরপুর উপজেলায় মহাসমাবেশ করার ঘোষনাও দেন তিনি। সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন শেরপুর পৌর বিএনপির সভাপতি বিএইচএম কামরুজ্জামান রাফু। আর বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সদস্য সচিব পিয়ার হোসেন পিয়ার, বিএনপি নেতা শাহ আলম পান্না, আরিফুর রহমান মিলন, ধুনট উপজেলা বিএনপির নেতা আকতার আলম সেলিম, আবুল মুনছুর আহম্মদ পাশা, আপেল মাহমুদ, স্থানীয় বিএনপি নেতা মির্জা নজরুল ইসলাম, স্বেচ্ছাসেবকদল নেতা জাহিদুর রহমান ময়দান, যুবদল নেতা আশরাফুদ্দৌলা মামুন, মুঞ্জুরুল আলম বাপ্পি, শাহাবুল করিম, অশোক মাহমুদ রোমান, আব্দুল হালিম, মহসিন আলম, আব্দুল হালিম, আরিফুল ইসলাম টগর, ইমরান আরিফ বিজয়, আবু তালহা শামিম, নিয়ামুল আলম তালুকদার, আলফিজুর রহমান স্বপন, শাহাদৎ হোসেন পিষ্টন, শাহাদত হোসেন, এজিএস সেলিম, ছাত্রদল তরিকুল ইসলাম সম্রাট, আইয়ুব আলী মন্ডল, ফরহাদ হোসেন, সাদ্দাম হোসেন প্রমুখ বক্তব্য রাখেন।