জামিন পেয়ে চিকিৎসার জন্য লন্ডনের পথে নওয়াজ

পুণ্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ১৯ নভেম্বর ২০১৯ ০৯:৫০ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১২৫ বার।

শর্ত সাপেক্ষে জামিনে মুক্তি পেয়ে চিকিৎসার জন্য লন্ডনের উদ্দেশে রওনা হয়েছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ।

বিবিসি, দ্য ডন, টাইমস অব ইন্ডিয়া জানায়, মঙ্গলবার সকালে লাহোর আন্তর্জাতিক বিমানবন্দর থেকে একটি এয়ার-অ্যাম্বুলেন্স করে কাতারের রাজধানী দোহার উদ্দেশে রওয়ানা হন তিনি। সেখান থেকে তিনি লন্ডনের উদ্দেশে যাত্রা করবেন বলে জানা গেছে।

শনিবার লাহোর হাইকোর্ট মুসলিম লীগ-নওয়াজ (পিএমএল-এন) দলের প্রধান নওয়াজ শরীফকে চিকিৎসার জন্য লন্ডন যাওয়ার অনুমতি দেয়।

চার সপ্তাহ জন্য এই জামিন দেয়া হলেও মেডিকেল পরীক্ষা-নিরীক্ষার রিপোর্টের ভিত্তিতে এই সময় বাড়ানো হতে পারে।

কোনো শর্ত ছাড়াই ক্ষমতাসীন ইমরান খানের সরকার দেশত্যাগের নিষেধাজ্ঞা থেকে সাবেক এই পাক প্রধানমন্ত্রীর নাম বাদ দিলে চিকিৎসার জন্য পাকিস্তান ত্যাগের অনুমতি পান তিনি।

এয়ার অ্যাম্বুলেন্সে নওয়াজের সঙ্গে  ছিলেন ব্যক্তিগত চিকিৎসক ড. আদনান খানের নেতৃত্বে একটি মেডিকেল টিম ও প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম।

বিমানবন্দরে প্রবেশের পথে তার দলের হাজার হাজার নেতাকর্মী রাস্তার দুই পাশে দাঁড়িয়ে নওয়াজকে অভিনন্দন জানায়।

এদিকে নওয়াজকে বিদেশ যাওয়ার অনুমতি দেয়ার জন্য লাহোর হাইকোর্টের প্রশংসা করেছেন পিএমএলএন সভাপতি শাহবাজ শরীফ।

নওয়াজের ভাই বলেন, ‘আল্লাহ আমাদের মা, জাতি ও সমর্থকদের দোয়া কবুল করেছেন।’

দুর্নীতির দায়ে সাত বছর সাজা হয়েছিল নওয়াজ শরীফের। ১২ মাসেরও কম সময় কারাগারে থাকার পর চিকিৎসার জন্য শর্তসাপেক্ষে জামিনে মুক্তি পেলেন তিনি। এ জন্য তাকে জামানত রাখতে হয়েছে চার কোটি ৪০ লাখ ডলার।