বগুড়ায় আবারও ৬ রুটে বাস চলাচল বন্ধ

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ১৯ নভেম্বর ২০১৯ ১০:৩৬ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ২৫৭ বার।

বগুড়ায় আবারও আভ্যন্তরীণ ও আন্তঃজেলার ৬টি রুটের চালকরা বাস চলাচল বন্ধ করেছেন। মঙ্গলবার সকাল ১১টা থেকে বাস চলাচল বন্ধ করায় চরম দূর্ভোগে পড়েছেন যাত্রীরা। তবে চালকদের দাবি, বগুড়া জেলা পুলিশ সহায়তার আশ্বাস দিলেও অন্য জেলায় বিভিন্ন জরিমানা ও হয়রানির স্বীকার হতে হচ্ছে তাদের। তাই বাধ্য হয়ে তারা বাস চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন।

যেসব রুটে যান চলাচল বন্ধ রয়েছে সেগুলো হলো-বগুড়া থেকে নওগাঁ, বগুড়া-সান্তাহার, বগুড়া-আক্কেলপুর, বগুড়া-আবাদপুকুর, বগুড়া-চাঁপাপুর, বগুড়া- মোলামগাড়ি। অন্যদিকে বগুড়া-জয়পুরহাট ও বগুড়া-গাইবান্ধা রুটে বাস চলাচল সীমিত হয়ে পড়েছে।

এর আগে গত ১৬ নভেম্বর পূর্ব ঘোষণা ছাড়াই বাস চলাচল বন্ধ করে দেন। নতুন আইন প্রয়োগের ক্ষেত্রে হয়রানি করা হবে না-এমন আশ্বাসের পরিপ্রেক্ষিতে পরেরদিন ১৭ নভেম্বর সকাল থেকে আবারও ৬টি রুটে বাস চলাচল স্বাভবিক হয়। তবে পরিবহন শ্রমিকরা জানিয়েছিল, ২২ নভেম্বরের মধ্যে নতুন আইন শিথিলের চূড়ান্ত আশ্বাস না পেলে তারা আবারও স্বেচ্ছায় কাজ বন্ধ রাখবেন। কিন্তু  ঘোষণা অনুযায়ী ৩দিন আগে থেকেই আবার ৬টি রুটে বাস চলাচল বন্ধ রেখেছেন।

হঠাৎ বাস বন্ধ হওয়ায় ওইসব রুটের যাত্রীরা বিকল্প হিসেবে ঝুঁকি নিয়ে ট্রাকে ও সিএনজি চালিত অটো রিকশায় যাতায়াত করছেন। এই সুযোগে অটো রিকশা ও ইজিবাইক চালকরা যাত্রীদের কাছ থেকে দ্বিগুণ ভাড়া আদায় করছেন। দুঁপচাচিয়ার স্বাভাবিক বাস ভাড়া ৩০ টাকা হলেও ত্রিহুইলার গাড়িতে ভাড়া গুনতে হচ্ছে ৬০ টাকা সাহারপুকুর বাস ভাড়া ৪০ টাকা হলেও ত্রিহুইলারে গুনতে হচ্ছে ১০০ টাকা।

আক্কেলপুর মেইল বাসের চালক বলেন, ‘সারাদেশে বাস না চলার কারণে আমরাও চালবো না বলে সিদ্ধান্ত নিয়েছি। এছাড়াও এখানে পুলিশ কথা দিলেও অন্য জেলাতে যেয়ে হয়রানি হতে হচ্ছে। তাই আমরা এই আইনে গাড়ি চালাবো না৷’ 

নঁওগা রোডের লতী গাড়ির সহকারী আল আমিন জানান, অন্য জেলার বাসগুলো না আসায় যাত্রী ও কম। এজন্য তাদের তেল খরচও উঠছে না।

চগাইবান্ধার ফুলছড়ি থেকে ধান কাঁটতে আসা মোহাম্মাদ সোলাইমান জানান, কাহালুতে এসেছি ধান কাঁটার কাজে তবে বিভিন্ন জায়গায় গাড়ি না পাওয়াতে ২৫ টাকার ভাড়া ১০০ টাকায় আসতে হয়েছে। এখানেও এক অবস্থা। আক্কেলপুর থেকে মেয়ের চিকিৎসার জন্য আসা আমিনুর রহমান জানান, মেয়ের চিকিৎসার জন্য এসেছিলাম। হুট করে এই অবস্থা অসুস্থ মেয়েকে নিয়ে চরম বিপদে পরলাম। 

এই নিয়ে বগুড়া সদর থানার ওসি এসএম বদিউজ্জামান জানান, বগুড়া থেকে বাস চলাচলে কোন সমস্যা নেই। কিন্তু অন্য জেলায় ঝামেলায় পরার ভয়ে তারা বাস চলাচল আবার বন্ধ করেছে।