সমাজ কল্যাণে টিএমএসএস’র অবদান শীর্ষক আলোচনা অনুষ্ঠিত

প্রেস রিলিজ
প্রকাশ: ১৯ নভেম্বর ২০১৯ ১০:৪২ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১৩৯ বার।

সমাজ কর্ম বিভাগের মাস্টার্স শেষ পর্বের শিক্ষার্থীদের প্রতিষ্ঠানে মাঠ কর্ম অনুশীলনে “সমাজ কল্যাণে টিএমএসএস’র অবদান” শীর্ষক আলোচনা সোমবার সংস্থার ফাউন্ডেশন অফিস বগুড়ায় অনুষ্ঠিত হয়। টিএমএসএস ও সমাজ কর্ম বিভাগ সরকারী আজিজুল হক কলেজে ও সৈয়দ আহম্মদ বিশ্ববিদ্যালয় কলেজ এর আয়োজনে মাঠ কর্ম সমাপনী অনুষ্ঠানে এই আলোচনা অনুষ্ঠিত হয়। উল্লেখিত শিক্ষার্থীরা টিএমএসএস পরিচালিত কার্যক্রমের উপরে মাঠ কর্ম অনুশীলন করেন।
উক্ত আলোচনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন টিএমএসএস প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক অধ্যাপিকা ড. হোসনে আরা বেগম। তিনি বলেন, আমাদের সমাজ ও মানুষের উন্নয়নে নিরন্তরভাবে কাজ করতে হবে আর সেটাই হবে মূল মন্ত্র। অপর দিকে শিক্ষার্থীরা তাদের অভিজ্ঞতা বিনিময়ে বলেন, টিএমএসএস’র কার্যক্রম দেখে আমরা জীবনকে জানতে পেরেছি, স্বাবলম্বী হওয়ার পথ দেখতে পেয়েছি।
সরকারী আজিজুল হক কলেজের সমাজকর্ম বিভাগের বিভাগীয় প্রধান শহিদুল ইসলামের সভাপতিত্বে উক্ত আলোচনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন টিএমএসএস উপ-নির্বাহী পরিচালক ডা. মতিউর রহমান, পরিচালক রেজাউল করিম, পরামর্শক নইম চৌধুরী, সমাজ কর্ম বিভাগ সরকারী আজিজুল হক কলেজের (অতিথি শিক্ষক) বীর মুক্তিযোদ্ধা আব্দুল বারী। উত্তরাঞ্চলের বৃহৎ মডেল কলেজ সৈয়দ আহম্মদ বিশ্ববিদ্যালয় কলেজের সমাজ কর্ম বিভাগের সহকারী অধ্যাপক জাকিরুল ইসলাম, টিএমএসএস সহকারী পরিচালক আবু তাহের মোঃ রফিকুল ইসলাম। অনুষ্ঠান উপস্থাপনা করেন শিক্ষার্থী মহসিন আলী।