দোকানে ক্রেতাদের ভীড়

বগুড়াতেও লবণ নিয়ে গুজব

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ১৯ নভেম্বর ২০১৯ ১১:৩২ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ৪৪২ বার।

বগুড়ায় লবণের দাম বেড়েছে এমন গুজবে লঙ্কাকাণ্ড ঘটেছে। মঙ্গলবার দুপুর থেকেই লবণের দাম বেড়ে যাচ্ছে এমন গুজবের খবরে ক্রেতারা হুমড়ি খেয়ে পড়েন শহরের বিভিন্ন হাট বাজারের দোকানে। এই গুজবে ব্যবসায়ীরা প্রতি বস্তায় ৮০-১০০ টাকা বাড়িয়ে লবণ বিক্রিও করেছেন বলে বিভিন্ন এলাকা থেকে জানা যায়। এছাড়া যেখানে এক বস্তা লবণ ৭২০ টাকা হলেও গুজবের কারণে অনেক ব্যবসায়ী তা ৮০০ থেকে ৮২০ টাকা পর্যন্তও বিক্রি করেছে। লবণের দাম বাড়ার গুজব বন্ধে শহর জুড়ে জেলা প্রশাসন ও পুলিশের পক্ষ থেকে মাইকিংও করা হয়েছে। 

গুজবে পাত্তা দিয়ে কতিপয় অসাধু ব্যবসায়ীরা শহরের রাজাবাজার, ফতেহ আলী, বড়গোলা টিনপট্টি, কলোনি বাজার, উপশহর বাজার চারমাথার গোদারপাড়া বাজারসহ উপজেলার বিভিন্ন এলাকাতেও লবণ বেশি দামে বিক্রি শুরু করছেন। অনেকে ব্যবসায়ী বেশি দামে বিক্রি করার পর প্রশাসনের ভয়ে দোকান বন্ধ করে  পালিয়ে যাওয়ারও খবর পাওয়া গেছে। 


লবণের দাম বৃদ্ধি পাচ্ছে এমন খবরে সাধারণ তা কিনতে ভিড় জমাচ্ছেন। কেউ কেউ বস্তা বস্তা লবণ বেশি দামে কিনছেন। বগুড়া পল্লীমঙ্গল এলাকা থেকে আসা সাইফুল ইসলাম নামে এক ক্রেতা ৫ বস্তা লবণ কিনেছেন।  
 

এ নিয়ে কয়েকজন ক্রেতাদের সঙ্গে কথা হলে তারা জানায়, ‘শুনেছি লবণের দাম বেড়ে গেছে। এমন খবরে আমরা লবণ কিনে রাখছি, যাতে দাম বাড়লে আর কিনতে না হয়।’


বড়গোলা টিনপট্টির এম আর ট্রেডার্সের মালিক সৈকত বলেন, লবণের দাম বেড়ে গেছে এমন খবরে  দুপুরের পর হঠাৎ একদল লোক লবণ কিনতে ভীড় জামায়। ভীড় এড়াতে দোকান বন্ধ রাখতে বাধ্য হই। 


বগুড়া থানার ওসি এসএম বদিউজ্জামান পুণ্ড্রকথাকে  বলেন, ‘এটা গুজব। এটি বন্ধে পুলিশের একাধিক টীম মাঠে কাজ শুরু করে দিয়েছে। এ গুজবে কান না দেওয়ার জন্য ব্যবসায়ী সমিতিকে জানানো হয়েছে। কেউ গুজব সৃষ্টি করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’ 


জেলা প্রশাসক ফয়েজ আহাম্মদ পুণ্ড্রকথাকে  বলেন, ‘লবণের দাম বেড়েছে এমন গুজব বন্ধে জেলা প্রশাসনের একাধিক টিম মাঠে রয়েছেন। প্রতিটি উপজেলাতেও ইউএনও’র নেতৃত্বে কাজ করার নির্দেশনা দেয়া হয়েছে।'