হ্যাটট্রিক সেঞ্চুরিতে তৌহিদের বিশ্বরেকর্ড

পুণ্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ১৯ নভেম্বর ২০১৯ ১২:০২ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১৪০ বার।

টানা তিন ম্যাচে সেঞ্চুরি করে বিশ্বরেকর্ড গড়েছেন তৌহিদ হৃদয়। এর আগে অনূর্ধ্ব-১৯ ক্রিকেটে হ্যাটট্রিক সেঞ্চুরির নজির স্থাপন করতে পারেননি বিশ্বের অন্য কোনো ক্রিকেটার। যেটা করে দেখালেন বাংলাদেশ দলের তরুণ এ ক্রিকেটার।

মঙ্গলবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শ্রীলংকা যুবাদের বিপক্ষে পাঁচ ম্যাচ সিরিজের শেষ খেলায় টস জিতে প্রথমে ব্যাট করে বাংলাদেশ।

আগে ব্যাট করতে নেমে তৌহিদ হৃদয়ের সেঞ্চুরিতে ৭ উইকেটে ২৮৩ রান সংগ্রহ করে বাংলাদেশ যুব দল। ১০২ বল খেলে তিনটি চার ৫টি ছক্কায় ১১১ রান করেন হৃদয়। এ ছাড়া ৬৫ রান করেন নাবিল।

এর আগে সিরিজের চতুর্থ ও তৃতীয় ওয়ানডেতে ১১৫ ও ১২৩ রানের ইনিংস খেলেন তৌহিদ হৃদয়। আগের ম্যাচে সেঞ্চুরি করেই বাংলাদেশি যুব ক্রিকেটার হিসেবে সর্বোচ্চ সেঞ্চুরির রেকর্ড গড়েন হৃদয়।

তার আগে তিনটি করে সেঞ্চুরি করেছেন এনামুল হক বিজয় ও মাহমুদুল হাসান জয়।

২৮৪ রানের টার্গেট তাড়া করতে নেমে ৪৪.৪ ওভারে ২৩৩ রানে অলআউট শ্রীলংকা যুব দল। পাঁচ ম্যাচ সিরিজে ৪-০ ব্যবধানে ট্রফি জিতে নেয় স্বাগতিক বাংলাদেশ। ম্যাচ সেরার পুরস্কার জেতেন তৌহিদ হৃদয়।