ধুনটে হতদরিদ্র পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ

ধুনট (বগুড়া) প্রতিনিধি
প্রকাশ: ১৯ নভেম্বর ২০১৯ ১২:২১ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১৬৯ বার।

বগুড়ার ধুনট উপজেলায় বেসরকারি সংস্থা পোভার্টি ইরাডিকেশন প্রোগ্রাম’র (পিইপি) প্রকল্প ডিআইডিপি’র উদ্যোগে গোসাইবাড়ি-ভান্ডারবাড়ি ইউনিয়নের ২৫০টি হতদরিদ্র পরিবারের মাঝে শীতবস্ত্র, ঢেউটিন ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে। 

মঙ্গলবার বিকেল ৪টার দিকে উপজেলা গোসাইবাড়ি প্রতিভা মডেল একাডেমী প্রাঙ্গনে দাতা সংস্থা পেনি আপেল’র (ইউকে) অর্থায়নে উইন্টার ইমারজেন্সি কর্মসূচীর আওতায় উক্ত সামগ্রী বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ধুনট উপজেলা নির্বাহি কর্মকর্তা (ইউএনও) রাজিয়া সুলতানা। ঢাকা পিইপি’র সহকারী পরিচালক (অর্থ ও প্রশাসন) এমরান হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন, উপজেলা মৎস্য কর্মকর্তা মির্জা ওমর ফারুক, উপজেলা সেনেটারী ইন্সপেক্টর রবিউল ইসলাম, উপজেলা তথ্য সেবা কর্মকর্তা আঞ্জুমান আরা সুফিয়া, ধুনট উপজেলা ছাত্রলীগের সভাপতি জাকারিয়া খন্দকার, বগুড়া পিইপি’র জেলা মাঠ সমন্বয়কারী আব্দুল খালেক, ঢাকা পিইপি’র সিনিয়র মাঠ সমন্বয়কারী রবিউল আউয়াল, বগুড়া পিইপি’র সিনিয়র ডিজাইনার কামরুল ইসলাম, সমাজসেবক ভোলা মীর, প্রতিভা মডেল একাডেমী’র পরিচালক হারুন-অর-রশিদ, ডিআইডিপি’র মাঠ সমন্বয়কারী দিলীপ কুমার, সোহেল রানা, এসআইডিপি’র মাঠ সমন্বয়কারী মামুনুর রশিদ, ইউপি সদস্য শিউলী বেগম, ডিআইডিপি’র ইউনিয়ন মাঠ সমন্বয়কারী শাহ আলম ও সমাজকর্মী জিয়াউল হক প্রমুখ।

উল্লেখ্য অনুষ্ঠানে হতদরিদ্র ৮০টি পরিবারের মাঝে কম্বল, ৮০টি পরিবারের মাঝে শিশু সোয়েটার, ৮০টি পরিবারের বড়দের সোয়েটার, ৮টি পরিবারের মাঝে ঢেউটিন ও ২টি পরিবারকে বাসগৃহ মেরামতের জন্য নগদ অর্থ দেয়া হয়।