বগুড়ার লাইট হাউসে নারী বান্ধব অভিবাসন বিষয়ে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

প্রেস রিলিজ
প্রকাশ: ১৯ নভেম্বর ২০১৯ ১২:৫১ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১৬৫ বার।

বগুড়ায় নারী বান্ধব অভিবাসন বিষয়ে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১০ টায় লাইট হাউসের উদ্যোগে ওই কর্মশালায় সদর উপজেলার ৫টি ইউনিয়নের ৩০ জন ইউনিয়ন মানবপাচার প্রতিরোধ কমিটির সদস্য অংশ নেয়। এতে ব্রিটিশ হাই কমিশন এবং লাইট হাউস ও বেটার ফিউচার ফর উইম্যান কর্তৃক পরিচালিত ’বাংলাদেশে নারীর নিরাপদ অভিবাসনের লক্ষ্যে অধিকার, সুরক্ষা ও সক্ষমতা বৃদ্ধি প্রকল্প’ সহয়তা করেন। 

কর্মশালায়  লাইট হাউস এর নির্বাহী প্রধান  হারুন-অর রশীদ এর সভাপতিত্বে লাইট হাউস সম্মেলন কক্ষে  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া সদর উপজেলার নির্বাহী অফিসার মো: আজিজুর রহমান। তিনি বলেন, আগামী ১ বছরে প্রতিটি উপজেলা থেকে ১০০০ জন মানুষের বিদেশে কর্মসংস্থানের ব্যবস্থা করতে যাচ্ছে সরকার । তিনি উপস্থিত চেয়ারম্যান ও মেম্বারদের সুন্দর ভাবে মানুষ নির্বাচন করতে বলেন, যাতে করে প্রতি পরিবার থেকে অন্তত: একজন করে মানুষ কর্মসংস্থানের জন্য বিদেশ যেতে পারেন।

 
কর্মশালা শুরুতে বাংলাদেশে নারীর নিরাপদ অভিবাসনের লক্ষ্যে অধিকার, সুরক্ষা ও সক্ষমতা বৃদ্ধি প্রকল্প সম্পর্কে সংক্ষিপ্ত উপস্থাপনা উপস্থাপন করা হয়। মো: রকিবুল হক খান, প্রকল্প সহযোগী কর্মশালায় মানবপাচার প্রতিরোধ ও ‘নারীর নিরাপদ অভিবাসন’ প্রক্রিয়ায় ইউনিয়ন ও উপজেলা মানবপাচার প্রতিরোধ কমিটির সদস্যদের করণীয় সমূহ তুলে ধরে বক্তব্য রাখেন। ইউনিয়ন মানবপাচার প্রতিরোধ কমিটির সদস্যগণ ইউনিয়নে ফিরেগিয়ে কমিটিটি সক্রিয় করার পদক্ষেপ নিবেন বলে প্রশিক্ষণে প্রতিশ্রুতি দেন।


অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজকর্মী আনোয়ারুল ইসলাম বাচ্চু, ফাপোড় ইউনিয়ন চেয়ারম্যান প্রভাষক মো: মহরম আলী, নিশিন্দারা ইউনিয়ন চেয়ারম্যান মো: সহিদুল ইসলাম, নূনগোলা ইউপি সদস্য বেলাল হেসেন, ফাপোড় ইউনিয়ন সচিব মো: আশিকুর রহমান, নিশিন্দারা ইউপি মেম্বার মোজাফ্ফর হোসেন ।