‘নতুন চ্যালেঞ্জ’ নিয়ে কলকাতায় বাংলাদেশ

পুণ্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ১৯ নভেম্বর ২০১৯ ১২:৫৯ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১৩৬ বার।

ইন্দোরের দুঃস্বপ্ন পেছনে ফেলে ডে-নাইট টেস্ট খেলতে কলকাতায় পা রেখেছে বাংলাদেশ। হোটেল ছাড়ার আগে পেসার আল-আমিন হোসেন শুনিয়ে যান গোলাপি বলে ‘চ্যালেঞ্জ’ নেওয়ার কথা।

মঙ্গলবার সকালে ইন্দোরের দ্য ম্যারিয়ট হোটেল ছাড়তে ছাড়তে আল-আমিন বলেন, ‘নতুন বলের চেয়ে পুরোনো বলে ব্যাটসম্যানদের চ্যালেঞ্জ বেশি হবে। অনুশীলন করে যা দেখলাম ফ্লাডলাইট জ্বালিয়ে দিলে বলের মুভমেন্ট বেড়ে যাচ্ছে। তবে সবকিছু মিলিয়ে ব্যাটসম্যানদের চেয়ে বোলারদেরই মূল চ্যালেঞ্জ।’

মঙ্গলবার কলকাতায় পা দিয়ে বিশ্রামে থাকবেন ক্রিকেটাররা। বুধবার নেমে পড়বেন ইডেন গার্ডেন্সে। মাঠের লড়াই শুক্রবার।

পাঁচ দিনের এই বিশেষ টেস্টকে স্মরণীয় করে রাখতে বিসিসিআই ও সিএবি মহাআয়োজন সাজিয়ে বসেছে। রাখা হয়েছে বেশ কিছু ভিন্নধর্মী ইভেন্ট।

সেনাবাহিনীর সদস্যরা পিচে প্যারাস্যুট দিয়ে নেমে আসবেন। টসের আগে দুই দলের অধিনায়কের হাতে তারাই তুলে দেবেন গোলাপি বল।

এরপর ‘ইডেন-বেল’ বাজাবেন সেদিনের আমন্ত্রিত দুই ভিভিআইপি অতিথি। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।