ভ্রাম্যমাণ আদালতের অভিযান

বগুড়ায় পলিথিন ব্যবসায়ীকে এক লাখ টাকা জরিমানা

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ১৯ নভেম্বর ২০১৯ ১৫:০৬ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১৮০ বার।

সরকারি অনুমোদন ব্যতিত পরিবেশ দুষণকারী পলিথিন উৎপাদন করার অপরাধে বগুড়ায় এক ব্যবসায়ীকে এক লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার সদর উপজেলার ফুলবাড়ি মধ্যপাড়া এলাকায় ৩ ঘণ্টার ওই অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ইসরাত জাহান। এসময় বগুড়া আর্মড পুলিশ ব্যাটালিয়নের( এপিবিএন) সদস্যরা ওই অভিযানে সহযোগিতা করেন।
এপিবিএনের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সরকারি অনুমোদন ব্যতিত পরিবেশ দুষণকারী পলিথিন উৎপাদন করার অপরাধে ভ্রাম্যমাণ আদালত ‘ওসমান পলি পিন্টার্সের’ মালিক ওসমান গনিকে এক লাখ টাকা জরিমানা প্রদান করেছেন।