নেতা নয়, যুক্তরাষ্ট্র অন্যান্য দেশের মতোই একটি: রুহানি

পুণ্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ১৯ নভেম্বর ২০১৯ ১৫:১৮ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১৩৭ বার।

যুক্তরাষ্ট্র বিশ্বের নেতা নয় বরং অন্যান্য দেশের মতোই একটি দেশ বলে মন্তব্য করেছেন ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি। একইসঙ্গে মার্কিন নিষেধাজ্ঞাকে তাদের রাজনৈতিক মারাত্মক ভুল এবং আন্তর্জাতিক সব নীতিমালার বিরোধী বলেও মত দেন তিনি।

মঙ্গলবার তেহরানে অস্ট্রেলিয়ার নতুন রাষ্ট্রদূতের পরিচয়পত্র গ্রহণকালে হাসান রুহানি এসব কথা বলেন। খবর ইরনার।

তিনি বলেন, মার্কিন বেআইনি নিষেধাজ্ঞা দু'দেশের মধ্যকার সম্পর্ক ও সহযোগিতা উন্নয়নের পথে বাধার কারণ হওয়া ঠিক নয়। মার্কিন অবৈধ পদক্ষেপের বিরুদ্ধে স্বাধীন দেশগুলোর রুখে দাঁড়ানো উচিত।

ইরানের প্রেসিডেন্ট আরও বলেন, পরমাণু সমঝোতা অকার্যকর হলে বিশ্ব ক্ষতিগ্রস্ত হবে। এই চুক্তি থেকে মার্কিনিদের বেরিয়ে যাওয়া এবং ইউরোপ তাদের অঙ্গীকার রক্ষা করতে না পারার পরও ইরান সমঝোতা মেনে চলছে।

সাক্ষাত অনুষ্ঠানে রুহানি অস্ট্রেলিয়ার সঙ্গে বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বিস্তারের ওপর গুরুত্বারোপ করেন।