লবণকাণ্ডে বগুড়ায় আটক ৪৪

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ১৯ নভেম্বর ২০১৯ ১৫:৫৬ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১১৩৩ বার।

অধিক দামে লবণ বিক্রির সময় মঙ্গলবার বিকেল থেকে বগুড়ায় সদর থানায় ১৭জনসহ জেলায় মোট ৪৪ জন লবণ বিক্রেতাকে আটক করেছে পুলিশ। আটকের বিষয়টি বগুড়া সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ও জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র  সনাতন চক্রবর্তী পুণ্ড্রকথাকে  নিশ্চিত করেছেন। 
মঙ্গলবার দুপুর থেকেই লবণের দাম বেড়ে যাচ্ছে এমন গুজবের খবরে ক্রেতারা হুমড়ি খেয়ে পড়েন শহরের বিভিন্ন হাট বাজারের দোকানে। এই গুজবে ব্যবসায়ীরা ৮০-১০০ টাকা কেজি দরে লবণ বিক্রিও করেছেন বলে বিভিন্ন এলাকা থেকে জানা যায়। এছাড়াও যেখানে এক বস্তা লবণ ৭২০ টাকা হলেও গুজবের কারণে অনেক ব্যবসায়ী তা ৮০০ থেকে ৮২০ টাকা পর্যন্তও বিক্রি করেছে। এই গুজব মোকাবিলায় জেলা প্রশাসন ও পুলিশের পক্ষ থেকে জেলাজুড়ে মাইকিংও করা হয়। 

অতিরিক্ত পুলিশ সুপার সনাতন চক্রবর্তী জানান, লবণের দাম বৃদ্ধির গুজব ছড়িয়ে পড়লে বিকাল থেকেই বিভিন্ন হাট ও বাজারে অভিযানে নামে পুলিশের একাধিক টিম। এসময় বাজার মূল্য থেকে বেশি দামে লবণ বিক্রির সময় ৪৪ জন বিক্রেতাকে আটক করা হয়।
তিনি আরও জানান, আটক হওয়া বিক্রেতাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার প্রক্রিয়া চলছে।