নওশাবার মামলা স্থগিত করে রুল জারি

পুণ্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ২০ নভেম্বর ২০১৯ ১০:৫০ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ২০১ বার।

অভিনেত্রী কাজী নওশাবা আহমেদের বিরুদ্ধে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের মামলার কার্যক্রম ছয় মাসের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট। পাশাপাশি, কেন ওই মামলার কার্যক্রম বাতিল করা হবে না- তা চার সপ্তাহের মধ্যে সরকারকে তা জানাতে রুল জারি করেছেন আদালত। খবর দেশ রুপান্তর অনলাইন

ফেইসবুকে গুজব ছড়ানোর অভিযোগে করা মামলা বাতিল চেয়ে নওশাবার এক আবেদনের শুনানি শেষে বিচারপতি মো. রেজাউল হক ও বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তীর হাই কোর্ট বেঞ্চ বুধবার রুলসহ এই আদেশ দেয়।

আদালতে নওশাবার পক্ষে শুনানি করেন ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল আমিনুর রহমান চৌধুরী টিকু।

জ্যোতির্ময় বড়ুয়া সাংবাদিকদের বলেন, ২০১৮ সালের ৫ আগস্ট তথ্য প্রযুক্তি আইনে নওশাবার বিরুদ্ধে মামলাটি দায়ের করা হয়। কিন্তু ওই বছর ৮ অক্টোবর তথ্য প্রযুক্তি আইন বিলুপ্ত করে ডিজিটাল নিরাপত্তা আইন কার্যকর করা হয়। নতুন আইনের ৬১ ধারা মতে, তথ্য প্রযুক্তি আইনের কোনো মামলা বিচারাধীন থাকলে তা ডিজিটাল নিরাপত্তা আইনে চলমান থাকবে। কিন্তু এ মামলার অভিযোগপত্র দেওয়া হয় চলতি বছরের ৩০ এপ্রিল। আর অভিযোগ আমলে নেওয়া হয় ৩ সেপ্টেম্বর। তাই এ মামলার কার্যক্রম অবৈধ।

এ কারণে মামলা বাতিল চেয়ে আবেদন করা হয়েছিল উল্লেখ করে জ্যোতির্ময় বড়ুয়া বলেন, আদালত ৬ সপ্তাহের স্থগিতাদেশ দিয়ে রুল জারি করেছে।

নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনের মধ্যে গুজব ছড়ানোর অভিযোগে গত বছর ৪ আগস্ট রাতে রাজধানীর উত্তরা থেকে নওশাবাকে গ্রেপ্তার করে র‌্যাব। নওশাবাকে গ্রেপ্তার করার পর তার বিরুদ্ধে তথ্যপ্রযুক্তি আইনে মামলা করা হয়। ওই মামলায় দুই দফায় মোট ছয় দিন তাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। এর মধ্যে অসুস্থ হয়ে পড়ায় তাকে হাসপাতালে নিয়ে চিকিৎসাও দেওয়া হয়। পরে গত বছর ২১ আগস্ট জামিনে মুক্তি পান নওশাবা।