চালকের মুখে পোড়া মবিল মেখে দিল পরিবহন শ্রমিকরা

পুণ্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ২০ নভেম্বর ২০১৯ ১০:৫৩ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১৪১ বার।

সড়ক আইনের বিরোধিতা করে সারা দেশে পরিবহন শ্রমিকদের ডাকা অবরোধে বুধবার সকাল থেকে সড়কে যান চলাচল বন্ধ করে দেয় কুমিল্লা পরিবহন শ্রমিকরা। বুধবার সকাল থেকে কুমিল্লা নগরীর শাসনগাছা ফ্লাইওভার, টমসম ব্রিজ ও পদুয়ার বাজার বিশ্বরোড এলাকায় শ্রমিকদের অবরোধের মুখে সব যান চলাচল বন্ধ থাকে। খবর দেশ রুপান্তর অনলাইন 

সড়ক আইনের বিরোধিতা করে বিভিন্ন স্লোগান দেয় শ্রমিকরা। সকাল থেকে দূরপাল্লার যাত্রীবাহী বাস চলাচলও বন্ধ থাকে।

বেলা ১১টর দিকে আলেখার চর বিশ্বরোডে চলাচল করা কয়েকটি বাস থামিয়ে চালকের মুখে কালো মবিল মেখে দেয় শ্রমিকরা। ভোগান্তিতে পরে হাজার-হাজার যাত্রী।

খবর পেয়ে সাড়ে ১২টায় শাসনগাছা  ফ্লাইওভার ও টমসম ব্রিজ এলাকায় আসেন কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য ও মহানগর আওয়ামী লীগের সভাপতি আ ক ম বাহাউদ্দিন বাহার।

তিনি পরিবহন শ্রমিক নেতাদের সঙ্গে কথা বলে শ্রমিকদের দাবি শান্তিপূর্ণভাবে সমাধানের আশ্বাস দিলে ১২টার দিকে সব ধরনের যানবাহন চলাচল শুরু হয়।

অবরোধের সময় দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশে দু’একটি মালামাল আনা-নেয়ায় নিয়োজিত ট্রাক দেখা গেলেও চোখে পড়েনি কোনো যাত্রীবাহী বাহন।

পদুয়ার বাজার বিশ্বরোড ও জাঙ্গালীয়া বাসস্ট্যান্ডে যানবাহনের জন্য হাজার হাজার যাত্রী সকাল থেকে অপেক্ষা করে ছিলেন বাসের জন্য।