মাদ্রাসার সকল সরকারি সুবিধা বাতিলের সুপারিশ

ইবতেদায়ী পরীক্ষাঃ বগুড়ায় ১২ ভুয়া পরীক্ষার্থী আটক

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ২০ নভেম্বর ২০১৯ ১৩:৪৩ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ২৫৪ বার।

ছাত্র-ছাত্রী নেই। নেই প্রয়োজনীয় অবকাঠামো। আছে শুধু সাইনবোর্ড। তবুও সরকারি বেতন-ভাতা নিতে (এমপিওভুক্ত) জালিয়াতির আশ্রয় নেয় বগুড়ার একটি ইবতেদায়ী মাদ্রাসা। তাদের এই জালিয়াতি ধরা পড়ে ইবতেদায়ী সমাপনী পরীক্ষা দিতে গিয়ে। ওই মাদ্রাসার ১২ জন ভুয়া পরীক্ষার্থীকে আটক করা হয় বুধবার পরীক্ষা কেন্দ্র থেকে। মাদ্রাসাটি হলো- জেলার শিবগঞ্জ উপজেলার পিরব এলাকার সিদ্দিপুর ইবতেদায়ী মাদ্রাসা। ওই মাদ্রাসা হতে ইবতেদায়ী সমাপনী পরীক্ষায় অংশ নেয় ১২ জন। এই ১২ জনেই ভুয়া পরীক্ষার্থী। এরা বিভিন্ন স্কুলের কেউ ৬ষ্ঠ শ্রেণীর,কেউ বা ৭ম শ্রেণীতে পড়ে। তাদেরকে ওই মাদ্রাসার ছাত্র সাজিয়ে ইবতেদায়ী সমাপনী পরীক্ষা দেয়া হচ্ছিল। খবর পেয়ে উপজেলা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও প্রাথমিক শিক্ষা অফিসার শিবগঞ্জ উপজেলার সিহালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ইবতেদায়ী সমাপনী পরীক্ষা কেন্দ্রে গিয়ে তাদের আটক করা হয়। পরে অবশ্য তাদের অভিভাবকদের ডেকে সতর্ক করে মুচলিকা নিয়ে ছেড়ে দেয়া হয়।
শিবগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা গোলাম কবির জানান,মাদ্রাসাটির কোন ছাত্র-ছাত্রী নেই। নেই কোন অবকাঠামো। তবুও এমপিওভুক্তির আশায় অন্য স্কুলের শিক্ষার্থীদের নাম পরিবর্তন করে ইবতেদায়ী পরীক্ষার জন্য রেজিষ্ট্রিশন করিয়েছেন মাদ্রাসা কর্তৃপক্ষ। তাদেরকে দিয়ে পরীক্ষা দেয়াচ্ছিলেন। খবর পেয়ে ওই পরীক্ষার্থীদের আটক করা হয়।

শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আলমগীর কবির বলেন,মাদ্রাসা কর্তৃপক্ষ কমলমতি শিশুদের দিয়ে এমন জালিয়াতির আশ্রয় নেয়ায় মাসাদ্রাটি যাতে এমপিওভুক্ত না হয় এবং সরকারি সুযোগ সুবিধা না পায় সে জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও অধিদপ্তরে লিখিতভাবে জানানো হচ্ছে।
এদিকে ওই মাদ্রাসার পরীক্ষার্থীদের আটকের খবর পেয়ে মাদ্রাসার সুপার মো: খয়বর আলী আত্মগোপন করে আছেন। তার ফোনটিও বন্ধ পাওয়া যায়।