জন্মদিন উপলক্ষে কবি খৈয়াম কাদেরের কবিতাকথন, আবৃত্তি এবং কবিতাপাঠ

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ২০ নভেম্বর ২০১৯ ১৪:১৩ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১৯১ বার।

কবি প্রাবন্ধিক খৈয়াম কাদেরের ৫৬তম জন্মদিন উপলক্ষে কবিতাকথন, আবৃত্তি এবং কবিকণ্ঠে কবিতাপাঠের আয়োজন করে বগুড়া লেখক চক্র।  বুধবার সন্ধ্যায় ম্যাক্স মোটেলে অনুষ্ঠিত এই আয়োজনে সভাপতিত্ব করেন বগুড়া লেখক চক্রের উপদেষ্টা শিশু সংগঠক এ্যাড. পলাশ খন্দকার। সংগঠনের সাধারণ সম্পাদক কবি কামরুন নাহার কুহেলীর উপস্থাপনায় আলোচনা সভায় কবির নির্বাচিত ১০০ কবিতা নিয়ে বক্তব্য রাখেন অধ্যাপক মীর আব্দুর রাজ্জাক, লোক গবেষক ড. বেলাল হোসেন, গল্পকার কবীর রানা, কবি প্রাবন্ধিক শিবলী মোকতাদির এবং কবি অমিত রেজা চেšধুরী। স্বাগত বক্তব্য দেন বগুড়া লেখক চক্রের সভাপতি কবি ইসলাম রফিক। শুভেচ্ছা বক্তব্য রাখেন বগুড়া ইয়ূথ কয়্যারের সভাপতি আতিকুর রহমান মিঠু, সংস্কৃতজন আনোয়ার মল্লিক, বগুড়া লেখক চক্রের উপদেষ্টা সাংবাদিক জি এম সজল, কবি মতিয়ার রহমান, সংশপ্তক থিয়েটারের সভাপতি আব্দুল্লাহেল কাফি তারা, সাধারণ সম্পাদক সাদেকুর রহমান সুজন, থিয়েটার আইডিয়ার সভাপতি নিভা সরকার পুর্ণিমা, কবি করিম মোহাম্মদ, প্রকাশক ও কবি অচিন্ত্য চয়ন। কবি খৈয়াম কাদেরের কবিতা আবৃত্তি করেন শরীফ মজুমদার, অলক পাল, শাহানূর শাহিন এবং প্রতত সিদ্দিক। কবিতা পাঠ করেন পান্না করিম, শেখ ফরিদ, সারমিন সীমা, আব্দুল করিম সাগর। কবির জীবনী পাঠ করেন কবি আফসানা জাকিয়া। জন্মদিন উপলক্ষে বগুড়া লেখক চক্রের পক্ষ থেকে কবিকে শুভেচ্ছা স্মারক প্রদান করা হয় এবং বিভিন্ন সংগঠন কবিকে ফুলেল শুভেচ্ছা জানান।