বগুড়া বিআরটিসি শপিং কমপ্লেক্সের অভিষেক

বেশি মুনাফার জন্য গুজব ছড়ানো ঠিক নয়- পুলিশ সুপার

আকতারুজ্জামান সোহাগ
প্রকাশ: ২০ নভেম্বর ২০১৯ ১৫:২৯ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ৬৮২ বার।


বগুড়ায় বিআরটিসি শপিং কমপ্লেক্সের ব্যবসায়ীদেরকে গুজবে কান না দেওয়ার আহবান জানিয়েছেন পুলিশ সুপার আলী আশরাফ ভূঁঞা। তিনি বলেন, ‘পুলিশের সহায়তা না নিলেও অনেকের চলে কিন্তু ব্যবসায়ীদের কাছে সবারই যেতে হয়। তাই তাদের সততা ও নিষ্ঠা নিয়েই ব্যবসা করতে হবে। বেশি মুনাফার জন্য গুজব ছড়ানো, মানুষের উপর জুলুম করা কিংবা তাদের সঙ্গে প্রতারণা করা ঠিক নয়।’ 
পুলিশ সুপার আলী আশরাফ ভূঞা বুধবার সন্ধ্যায় বিআরটিসি শপিং কমপ্লেক্স ব্যবসায়ী মালিক  সমিতির অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন। পরে তিনি নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দকে শপথ বাক্য পাঠ করান।শহীদ টিটু মিলনায়তনে অনুষ্ঠিত অভিষেক অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নবনির্বাচিত সভাপতি ওমর ফারুক খান। 

প্রায় আড়াই শ’ ব্যবসায়ীর সংগঠন বগুড়া বিআরটিসি শপিং কমপ্লেক্স মালিক সমিতির নির্বাচন গত ২৬ অক্টোবর অনুষ্ঠিত হয়। নির্বাচনে সভাপতি পদে ওমর ফারুক খান এবং সাধারণ সম্পাদক পদে নিয়ামুল হক নিটু নির্বাচিত হন। এছাড়া সহ-সভাপতির দু’টি পদে তোফাজ্জল হোসেন ও শহিদুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক পদে তৌহিদুর রহমান, সাংগঠনিক সম্পাদক পদে জহুরুল ইসলাম, কোষাধ্যক্ষ পদে সৈয়দ নুরুল ইসলাম নয়ন, প্রচার ও ক্রীড়া সম্পাদক পদে মানিক রতন, দপ্তর সম্পাদক পদে শহিদুল ইসলাম, ধর্মীয় সম্পাদক পদে রবিউল ইসলাম পারভেজ নির্বাচিত হন। কার্যনির্বাহী সদস্যের পাঁচটি পদে যারা নির্বাচিত হয়েছেন তারা হলেন- ফরহাদ হোসেন, লাবলু মিয়া লাবু, মিনহাজুল ইসলাম, আব্দুল আলীম ও মোফাজ্জল ইসলাম।
নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহমুদুল আলম নয়ন, বগুড়া জেলা কমিউনিটি পুলিশিংয়ের সদস্য সচিব শাহাদৎ আলম ঝুনু, বিআরটিসি বগুড়া বাস ডিপোর ম্যানেজার ওমর ফারুক মেহেদী, বাংলাদেশ মেশিনারী মার্চেন্ট অ্যাসোসিয়েশনের (বামমা) বগুড়া জেলা শাখার সভাপতি আলহাজ্ব শেখ ও সাধারণ সম্পাদক রাজেদুর রহমান রাজু, শাজাহানপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সরকার বাদল ও বিশিষ্ট ব্যবসায়ী আসাদুল হক কাজল। সঞ্চালনায় ছিলেন বিআরটিসি শপিং কমপ্লেক্স মালিক সমিতির নব নির্বাচিত সাধারণ সম্পাদক নিয়ামুল হক নিটু ও সহ সাধারণ সম্পাদক তৌহিদুর রহমান সাজু। পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।