সেমিতে আফগানদের বিপক্ষে সহজ লক্ষ্য সৌম্যদের

পুণ্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ২১ নভেম্বর ২০১৯ ০৭:২৪ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১৬০ বার।

দারউইশ রাসুলির দুর্দান্ত শতক সত্ত্বেও হাসান মাহমুদ ও সৌম্য সরকারের অসাধারণ বোলিংয়ের সামনে ইমার্জিং বাংলাদেশের বিপক্ষে এশিয়া কাপে বড় সংগ্রহ পায়নি আফগানিস্তান। খবর দেশ রুপান্তর অনলাইন 

বৃহস্পতিবার প্রতিযোগিতাটির সেমি-ফাইনাল লড়াইয়ে বাংলাদেশ ইমার্জিং দলের বিপক্ষে ৫০ ওভারে ৯ উইকেটে ২২৮ রান করে আফগানিস্তান ইমার্জিং দল। ফাইনালে উঠতে ২২৯ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমেছে স্বাগতিকরা।

মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে ব্যাটিংয়ে নেমে শুরুতেই খেই হারায় আফগানরা। হাসান মাহমুদের অসাধারণ পেসের সামনে দলীয় ৩৬ রানে টপ অর্ডারের তিন ব্যাটসম্যানকে হারিয়ে বসে তারা।

স্রোতের বিপরীতে ব্যাট চালিয়েছেন দারউইশ। ১১৪ রানের অনদব্য এক ইনিংস খেলেন চার নম্বরে নামা এই ব্যাটসম্যান। ১২৮ বলে খেলা তার ইনিংসটিতে রয়েছে সাত চার ও সাত ছক্কার মার! অন্যদের মধ্যে ওয়াহিদউল্লাহ শফিক ৩৪ ও তারিক স্তানিকজাই ৩৩ রান করেন।

বাংলাদেশের বোলারদের মধ্যে হাসান মাহমুদ ৩ উইকেট নিতে দিয়েছেন ৪৮ রান। ৫৮ রান দিয়ে তিন উইকেট নেন সৌম্য সরকার। দুটি উইকেট নেন তানভির ইসলাম।