বগুড়ায় বিশ্ব দর্শন দিবস পালিত

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ২১ নভেম্বর ২০১৯ ০৯:৫৯ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১৮৭ বার।

নানা আয়োজনের মধ্য দিয়ে বগুড়ায় বিশ্ব দর্শন দিবস পালন করা হয়েছে। বৃহস্পতিবার এ উপলক্ষে সরকারি আজিজুল হক কলেজের  দর্শন বিভাগের আয়োজনে ক্যাম্পাসে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।


কর্মসূচির শুরুতে ক্যাম্পাসের বটতলার সামনে থেকে দর্শন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীদের একটি শোভাযাত্রা শহরের  সাতমাথা প্রদক্ষিণ করে।
পরে কলেজের শিক্ষক মিলনায়তনে ‘প্রজ্ঞা ও নৈতিকতা মানুষকে আলোকিত করে’ শীর্ষক প্রতিপাদ্য নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এই আয়োজনে দর্শন বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর কালাচাঁদ শীলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রতিষ্ঠান প্রধান প্রফেসর মোঃ শাহজাহান আলী। এতে বিশেষ অতিথি ছিলেন উপাধ্যক্ষ প্রফেসর মোঃ ফজলুল হক।

 
দর্শন বিভাগের শিক্ষক ফিরোজ মিয়ার সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন শিক্ষক পরিষদের পক্ষে ইতিহাস বিভাগের সহযোগী অধ্যাপক শাহজাহান আলী, দর্শন বিভাগের সহযোগী অধ্যাপক আবেদ নোমানী, ড. আজম আলী খান, একে এম ছোলায়মান হোসেন, সহকারি অধ্যাপক  এস কে এম হুমায়ুন রশিদ ও মুহাম্মদ সফির আহম্মেদ এবং কলেজ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আব্দুর রউফ।