নন্দীগ্রামে অবৈধ দোকান উচ্ছেদ

নন্দীগ্রাম (বগুড়া) সংবাদদাতা
প্রকাশ: ২১ নভেম্বর ২০১৯ ১১:১০ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১৪৩ বার।

বগুড়ার নন্দীগ্রাম বাসস্ট্যান্ড এলাকায় গড়ে ওঠা ছোট ছোট অবৈধ দোকান উচ্ছেদ করেছে উপজেলা প্রশাসন।  বৃহস্পতিবার (২১ নভেম্বর) দুপুরে সহকারী কমিশনার (ভূমি) আরাফাত হোসেনের নেতৃত্বে বাসস্ট্যান্ড এলাকায় দোকান উচ্ছেদের এ অভিযান শুরু হয়। এসময় তিনটি ফলের দোকান,একটি চায়ের দোকান ও চারটি পানের দোকান উচ্ছেদ করা হয়। 
সাধারণ মানুষ জানান, ফুটপাত দখল করে দোকান বসানোর কারেন পথচারীদের চলাচলে সমস্যার সৃষ্টি হতো। রাস্তার দু’পাশে ছোট ছোট দোকান বসানোর কারেন যানজট সহ বিভিন্ন সমস্যার সৃষ্টি হয়েছে।  তাই ফুটপাত দখলমুক্ত রাখার দাবী স্থানীয়দের। 
উচ্ছেদকৃত দোকান মালিকরা সময় না দেয়ার অভিযোগ তুললেও প্রশাসন বলছে তাদের দোকান সরিয়ে নেয়ার জন্য নোটিশ প্রদান করা হয়েছিল।