আমেরিকান বাংলাদেশ বিজনেস ডেভলপমেন্ট গ্রুপের টিএমএসএস‘র বিভিন্ন কার্যক্রম পরিদর্শন

প্রেস রিলিজ
প্রকাশ: ২১ নভেম্বর ২০১৯ ১২:৫৬ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ২৪৭ বার।

আমেরিকান বাংলাদেশ বিজনেস ডেভলপমেন্ট গ্রুপ ইউএসএ-এর প্রতিনিধি দল বৃহস্পতিবার বগুড়ায় টিএমএসএস এর বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন।
টিএমএসএস সফররত আমেরিকান বাংলাদেশ বিজনেস ডেভলপমেন্ট গ্রুপের প্রতিনিধি দলের টিম লিডার হিসেবে রয়েছেন সাবেক মার্কিন কংগ্রেসম্যান ল্যারি লোরাক,বিজনেস ডেভলপমেন্ট অফিসার আকতার হোসেন,পরিচালক রবার্ট লিগাট,পরিচালক (এশিয়া প্যাসিফিক রিজোন) ইঞ্জিনিয়ার জুলফা হায়দার মোহাম্মদ নূর এ আলম। তারা সংস্থা পরিচালিত টিএমএসএস পাবলিক স্কুল এন্ড কলেজ,বিসিএল সিরামিক ইন্ড্রাষ্ট্রি,বিসিএল বোর্ড মিলস্,কোল্ড স্টোরেজ,টিএমএসএস ইন্সটিটিউট অব সায়েন্স এন্ড আইসিটি,টিএমএসএস টেকনিক্যাল ইন্সটিটিউট,টিএমএসএস ইঞ্জিনিয়ারিং কলেজ পরিদর্শন করেন। পরিদর্শন শেষে টিএমএসএস ফাউন্ডেশন অফিসের কনফারেন্স রুমে সংস্থার ব্যবস্থাপনা সমন্বয় সভায় সদস্যদের সঙ্গে আলোচনায় মিলিত হন। আলোচনা সভায় বক্তব্য রাখেন সাবেক মার্কিন কংগ্রেসম্যান ল্যারি লোরাক,আমেরিকান বাংলাদেশ বিজনেস ডেভলপমেন্ট গ্রুপের পরিচালক রবার্ট লিগাট, টিএমএসএস প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক অধ্যাপিকা ড. হোসনে আরা বেগম,উপদেষ্টা মোহাম্মদ আনোয়ারুল ইসলাম বাচ্চু,পরিচালক মোঃ খোরশেদ আলমসহ উর্দ্ধতন কর্মকর্তাগণ। আলোচনা সভায় মার্কিন সাবেক কংগ্রেসম্যান ল্যারি লোরাক বলেন টিএমএসএস উন্নয়ন কার্যকর্মের আমি শুধুমাত্র ১০% দেখলাম, তাতেই আমি অভিভূত। আমি এক কথায় বলবো এটি একটি বিপ্লব। আমি টিএমএসএস অর্থনৈতিক জোনে আমেরিকান ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট আনার জন্য মার্কিন ব্যবসায়ীদের আহ্বান জানাবো। এছাড়া টিএমএসএস সহ বাংলাদেশী পণ্য আমেরিকায় রপ্তানী বৃদ্ধির সুপারিশ করবো। উল্লেখ্য প্রতিনিধি দল বগুড়ায় অবস্থান করে আগামী শনিবার পর্যন্ত টিএমএসএস ফাউন্ডেশন অফিস বগুড়ায় সংস্থার বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করবেন।