আদমদীঘিতে নাগর নদে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি
প্রকাশ: ২১ নভেম্বর ২০১৯ ১২:৫৯ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ৩২৫ বার।

বগুড়ার আদমদীঘির কুন্দগ্রাম ও চাঁপাপুর এলাকায় নাগর নদে অভিযান চালিয়েছেন ভ্রাম্যমান আদালত। অভিযানে অবৈধ ভাবে বালু উত্তোলনের মেশিন, নৌকা ও সরঞ্জাম জব্দ করে তাতে অগ্নিসংযোগে ধ্বংস করা হয়। গত বুধবার রাতে আদমদীঘি উপজেলা নির্বাহি অফিসার ও নির্বাহি ম্যাজিষ্ট্রেট একেএম আব্দুল্লাহ বিন রশিদের নেতৃত্বে এই অভিযান চালানো হয়। অভিযানে উপজেলা কৃষি অফিসার মিঠুন চন্দ্র অধিকারি, পিআইও আমির হোসেন ও পুলিশ সদস্যা উপস্থিত ছিলেন।
সংশ্লিষ্ট সুত্রে জানা যায়, আদমদীঘির কুন্দগ্রাম ও চাঁপাপুর ইউনিয়ন এলাকায় দিয়ে বয়ে যাওয়া নাগর নদের তলদেশ থেকে একটি মহল শ্যালো মেশিন চালিত ড্রেজার মেশিনের মাধ্যমে শ্রমিক লাগিয়ে অবৈধ ভাবে বালু উত্তোলন ও মাটি কেটে বড়বড় গর্ত সৃষ্টি করে বাঁধের ব্যাপক ক্ষতিসাধন করে আসছিল। এতে নাগর নদের বাঁধে ফাটলসহ ওই এলাকার কয়েকটি গ্রাম ও শতশত একর আবাদি জমি হুমকির মুখে পড়ে। বিষয়টি উপজেলা আইনশৃংখলা কমিটির মাসিক সভায় উপস্থাপন করা হলে প্রশাসনের টনক নড়ে। গত বুধবার রাতে ভ্রাম্যমান আদালত টিম কুশাবাড়ী, বাগিচাপাড়া, হরিনমানা, পালংকুড়িসহ কয়েকটি এলাকায় অভিযান চালিয়ে শ্যালো চালিত ড্রেজার মেশিন, নৌকাসহ বিভিন্ন সরঞ্জাম জব্দ করে তাতে অগ্নিসংযোগে ধ্বংস করেন। এসময় বালু উত্তোলনকারিরা পালিয়ে যায়। উত্তোলনকৃত বিপুল বালি স্থানীয় জিম্মায় দেয়া হয়েছে। এছাড়া ওই এলাকায় বালি উত্তোলন নিষিদ্ধ ঘোষনা করে সাইবোর্ড টাঙ্গিয়ে দেয়া হয়েছে।