নওগাঁয় একের পর এক স্বর্ণের দোকানে চুরিঃ ব্যবসায়ীরা শঙ্কিতঃ ১০ দিনের মধ্যে উদ্ধার না হলে আন্দোলন

নওগাঁ জেলা প্রতিনিধি
প্রকাশ: ০৭ নভেম্বর ২০১৮ ১১:৩১ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ২০৫ বার।

নওগাঁয় সোনার দোকানগুলোতে একের পর এক ‍চুরির ঘটনা ঘটলেও পুলিশ জড়িতদের কাউকে গ্রেফতার করতে না পারায় জেলার স্বর্ণালংকার ব্যবসায়ীরা বিক্ষুব্ধ হয়ে উঠেছেন। তারা আগামী ১০ দিনের মধ্যে চুরি যাওয়া স্বর্ণালংকার উদ্ধারের দাবি জানিয়েছেন। বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) নওগাঁ জেলা শাখার পক্ষ থেকে মঙ্গলবার রাতে এক সংবাদ সম্মেলনে ওই দাবি উত্থাপন করা হয়। অন্যথায় সমিতির পক্ষ থেকে কঠোর আন্দোলন কর্মসূচী গ্রহণ করা হবে বলে হুশিয়ারি উচ্চারণ করা হয়। শহরের স্বর্ণপট্টিতে সমিতির কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে পাঠ করেন বাজুস নওগাঁ জেলা শাখার সভাপতি মামুনুর রশিদ মামুন।

সংবাদ সম্মেলনে গত ২ নভেম্বর বিকেলে রুমি জুয়েলার্স থেকে প্রায় আড়াই কোটি টাকা মূল্যের ৫৯২ ভরি স্বর্ণালংকার চুরির ঘটনা উল্লেখ করে বলা হয়, ওই ঘটনায় থানায় মামলা দায়ের করা হলেও এখন পর্যন্ত পুলিশ মালামাল উদ্ধার বা কাউকে গ্রেফতার করতে পারেনি। এতে স্বর্ণ ব্যবসায়ীরা শঙ্কিত হয়ে পড়েছেন।

এর আগে একইভাবে গত এক বছরে জেলার সাপাহার, পোরশা, মহাদেবপুর, রাণীনগর, আত্রাই ও শহরের বালুডাঙ্গা এলাকার স্বর্ণের দোকানগুলিতে চুরি সংঘঠিত হয়েছে। প্রতিটি ঘটনায় মামলা দায়ের করা হলেও পুলিশ কোন কুল-কিনারা করতে পারেনি।

সংবাদ সম্মেলনে বলা হয় একের পর এক চুরির ঘটনায় জেলার স্বর্ণ ব্যবসায়ীরা সর্বশান্ত হওয়ার পথে। যদি চুরি যাওয়া স্বর্ণালংকার উদ্ধার এবং জড়িতদের গ্রেফতার না করা হয় তাহলে ব্যবসায়ীরা তাদের ব্যবসা গুটিয়ে নিতে বাধ্য হবেন।