ভ্রাম্যমাণ আদালতের অভিযান

বগুড়ায় দুই ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ২১ নভেম্বর ২০১৯ ১৪:০৮ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১৩০ বার।

অবৈধ প্রক্রিয়ায় পণ্য উৎপাদন ও প্রক্রিয়াকরণ এবং পণ্যের মোড়ক ব্যবহার না করার দায়ে দুই ব্যবসায়ীকে  ১০ হাজার টাকা জরিমানা করছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার শাহজাহানপুর উপজেলার শাকপালা মোড় এলাকায় অভিযান পরিচালনা করা হয়। ৩ ঘণ্টা চলা ওই অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট রোমানা রিয়াজ ও পাপিয়া সুলতানা। এসময় বগুড়া আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সদস্যরা সহযোগিতা করেন।
 
এপিবিএনের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, অবৈধ প্রক্রিয়ায় পণ্য উৎপাদন ও প্রক্রিয়াকরণ এবং পণ্যের মোড়ক ব্যবহার না করার দায়ে  
আরাফাত হোটেল এন্ড রেষ্টুরেন্ট এর ম্যানেজার মোঃ আমিনুর রহমানকে ৫ হাজার এবং মুসলিম বেকারী এন্ড কনফেকশনারী এর ম্যানেজার মোঃ সাকোয়াত ইসলাম কে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।