বগুড়া জেলা প্রতিবন্ধী বিদ্যালয় শিক্ষক-কর্মচারী কল্যান ফেডারেশনের কমিটি গঠন

পুণ্ড্রকথা রিপোর্ট
প্রকাশ: ০৭ নভেম্বর ২০১৮ ১১:৩৯ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ৬৯৬ বার।

প্রতিবন্ধী বিদ্যালয়ের স্বীকৃতি ও এমপিওভুক্ত করার দাবিতে বিদ্যালয়ের সভাপতি ও শিক্ষক-কর্মচারীদের নিয়ে গঠিত “বগুড়া জেলা প্রতিবন্ধী বিদ্যালয় শিক্ষক-কর্মচারী কল্যান ফেডারেশনের” এক সভা বুধবার সংগঠনের অস্থায়ী কার্যালয় শহরের বড়গোলায় অনুষ্ঠিত হয়।  জেলার গাবতলী উপজেলাধীন করিমপপাড়া অটিস্টিক ও বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সভাপতি এস এম কাওসারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রতিবন্ধী বিদ্যালয়ের সভাপতি ও শিক্ষক-কর্মচারীদের নিয়ে সংগঠনের নতুন কমিটি গঠন করা হয়।
নবগঠিত কমিটিতে জেলার শিবগঞ্জ উপজেলার আইসিটিএফ বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সভাপতি মো: ছামছুল হককে উপদেষ্ঠা, করিমপাড়া অটিস্টিক ও বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ের সভাপতি এস এম কাওসারকে সভাপতি মনোনীত করা হয়। এছাড়া  দুপঁচাচিয়া নবজাগরন অটিস্টিক ও বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সভাপতি শহীদুল ইসলাম, সোভা অটিস্টিক ও বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সভাপতি আনোয়ার উল আজাদ ও সোনাতলা তেকানী আব্দুল মান্নান অটিজম প্রতিবন্ধী বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সভাপতি সাইফুল ইসলামকে সহ-সভাপতি।  বগুড়া সদরের বারোপুর এসটিআর প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সভাপতি আবু বকর সিদ্দিককে সাধারন সম্পাদক,গাবতলী অটিস্টিক ও বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সভাপতি এম ফজলুল হক বাবলু ও শিবগঞ্জের কেশরীপুর বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সভাপতি মাসুদ রানা শুকুকে যুগ্ম সাধারন সম্পাদক। শাজাহানপুর বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সভাপতি এনামুল হককে সাংগঠনিক সম্পাদক। প্রচার সম্পাদক করা হয় ধুনট উপজেলার শৈলমারী অটিস্টিক ও বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সভাপতি শোভন আহম্মদকে প্রচার সম্পাদক, সোনাতলার গড়চৈতন্যপুর বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সভাপতি মো: শামীম হোসাইনকে সমাজকল্যান বিষয়ক সম্পাদক,করিমপপাড়া অটিস্টিকি ও বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোছা:তাহসিনা আক্তারকে মহিলা বিষয়ক সম্পাদক, কেশরীপুর বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোফাজ্জল হোসেনকে ক্রিড়া ও সাংস্কৃতি সম্পাদক, দুপঁচাচিয়া নবজাগরন অটিস্টিক ও বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কালাম আজাদকে শিক্ষা বিষয়ক সম্পাদক করে ২৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। কমিটি গঠন শেষে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তারা তদের প্রতিষ্ঠানের দ্রুত স্বীকৃতি এবং এমপিওভুক্তের দাবী জানান।