ইডেনে বাংলাদেশ-ভারতের সম্ভাব্য একাদশ

পুণ্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ২২ নভেম্বর ২০১৯ ০৩:৫৮ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১৩৫ বার।

ইডেনে গার্ডেন্সে আজ শুক্রবার দুপুর দেড়টায় শুরু হতে যাচ্ছে সিরিজের দ্বিতীয় টেস্ট। বাংলাদেশের প্রধানমন্ত্রী ও কলকতার মুখোপাধ্যায় মমতা ব্যানার্জী ইডেনে ঐতিহাসিক ঘণ্টা বাজিয়ে দিবারাত্রি টেস্ট খেলা শুরু করবেন। যদিও ফ্লাডলাইট ও গোলাপি বলের আলোচনায় অনেকে ভুলেই যাচ্ছেন দুই ম্যাচ সিরিজের এ শেষ ম্যাচ দিয়ে ভারত সফর শেষ করতে যাচ্ছে বাংলাদেশ। ইন্দোর টেস্ট জিতে এরই মধ্যে টিম ইন্ডিয়া ১-০ তে লিড নিয়ে রেখেছে।

প্রথম টেস্টে শোচনীয় পরাজয়ের পর ঘুরে দাঁড়াতে মরিয়া বাংলাদেশ। তবে গোলাপি বলের চ্যালেঞ্জটা বেশি। প্রথম টেস্টে ব্যাটসম্যানরা পুরোপুরি ব্যর্থ। দ্বিতীয় টেস্টে তাই ব্যাটসম্যানদের ওপরই চাপ থাকবে বেশি।

সম্প্রতি ভারতের পারফরম্যান্সই বলে দেয় সফরকারীদের জন্য কঠিন সময় অপেক্ষা করছে। অতীত পরিসংখ্যানের দিকে তাকালে বাংলাদেশের নাম খুঁজে পাওয়াই দুষ্কর হয়ে দাঁড়াবে। সিরিজের শেষ টেস্টের দু’দলের সম্ভাব্য একাদশ দিয়েছে ইএসপিএনক্রিকইনপো  

ভারত সম্ভাব্য একাদশ : রোহিত শর্মা, মায়াঙ্ক আগারওয়াল, চেতেশ্বর পূজারা, রায়ানে, রবীন্দ্র জাদিজা, ঋদ্ধিমান শাহা, রবিচন্দন অশ্বিন, ইশান্ত শর্মা, উমেশ ইয়াদব ও মোহাম্মদ শামী।

বাংলাদেশ সম্ভাব্য একাদশ : ইমরুল কায়েস, সাদমান ইসলাম, মুমিনুল হক (অধিনায়ক), মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ, লিটন দাস, মেহেদী হাসান, তাইজুল ইসলাম, আবু জায়েদ রাহী ও ইবাদত হোসেন।