ইডেনে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

পুণ্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ২২ নভেম্বর ২০১৯ ০৭:২৫ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১৪৬ বার।

কলকাতার ইডেন গার্ডেনসে দিবা-রাত্রির ঐতিহাসিক টেস্টে ভারতের বিপক্ষে টস জিতে প্রথমে ব্যাটিংয়ে নামার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক মুমিনুল হক। ম্যাচটির মধ্য দিয়ে ভারতের মাঠে প্রথমবারের মতো গোলাপি বলের টেস্ট গড়াতে যাচ্ছে।

দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচে স্বাগতিকদের কাছে ইনিংস ব্যবধানে হেরে ১-০ ব্যবধানে পিছিয়ে আছে বাংলাদেশ। সিরিজ হার এড়াতে হলে ইডেন টেস্টে যে করেই হোক জিততে হবে অতিথিদের।

বাংলাদেশের একাদশে দুটি পরিবর্তন। তিন পেসার নিয়ে খেলছে তারা। বাঁহাতি স্পিনার তাইজুল ইসলামের জায়গায় একাদশে এসেছেন আল আমিন হোসেন। ২০১৪ সালের অক্টোবরের পর আবার টেস্ট খেলার সুযোগ পেলেন এই পেসার।

আরেকটি পরিবর্তন স্পিন বিভাগে। দলের একমাত্র স্পিনার হিসেবে এই টেস্টে খেলছেন অফ স্পিনার নাঈম হাসান। বাদ পড়েছেন মেহেদী হাসান মিরাজ।

বাংলাদেশ একাদশ: ইমরুল কায়েস, সাদমান ইসলাম, মুমিনুল হক, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, মোহাম্মদ মিঠুন, লিটন দাস, নাঈম হাসান, আবু জায়েদ চৌধুরি, ইবাদত হোসেন ও আল আমিন হোসেন।