মুমিনুল-মিঠুনের পর মুশফিকও শূন্য

পুণ্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ২২ নভেম্বর ২০১৯ ০৮:৫৪ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১৬০ বার।

দিবা-রাত্রির ইডেন গার্ডেনস টেস্টে টসে জিতে ব্যাটিংয়ে নেমে একের পর উইকেট পতনে বড় লজ্জার মুখে পড়েছে বাংলাদেশ। ভারতীয় পেসের সামনে দলীয় ২৬ রানেই চার উইকেট নেই তাদের। মুমিনুল হক, মোহাম্মদ মিঠুনের পর শূন্য রানে ফিরেছেন অভিজ্ঞ মুশফিকুর রহিমও।

মোহাম্মদ শামির বল ঠিকঠাক খেলতে না পেরে সরাসরি বোল্ড হয়েছেন ইন্দোর টেস্টের দ্বিতীয় ইনিংসে অর্ধশতক হাঁকানো মুশফিক।

গুরুত্বপূর্ণ চার উইকেট হারিয়ে খেই হারা বাংলাদেশ!  শুরুতেই ফিরলেন ইমরুল-মুমিনুল-মিঠুন

ইন্দোর টেস্টের উভয় ইনিংসে দুই অঙ্কের নিচে আউট হওয়া ইমরুল কায়েস ব্যর্থ আবারও। ইডেন টেস্টের প্রথম ইনিংসে মাত্র ৪ করে ফিরলেন এই ওপেনিং ব্যাটসম্যান। তার বিদায়ের পর উমেশ যাদবের বলে রানে খাতা না খুলেই ফিরলেন মুমিনুল হক ও মোহাম্মদ মিঠুন। দলীয় ১৭ রানেই তিন উইকেট হারিয়ে পর্যুদস্ত বাংলাদেশ!

দলীয় ১৫ রানে ইশান্ত শর্মার বলে এলবিডব্লিউ’র শিকার হন ইমরুল। দুই রান যোগ হতেই ইশান্তের করা একাদশ ওভারের প্রথম বলে কোনাকুনি ব্যাট চালান মুমিনুল। দ্বিতীয় স্লিপে অসাধারণ এক ক্যাচে তাকে উইকেট ছাড়া করেন রোহিত শর্মা। একই ওভারের তৃতীয় বলে চার নম্বরে নামা মিঠুনকে সরাসরি বোল্ড করেন ইশান্ত।