বগুড়ায় স্ত্রীর মাথা ন্যাড়া করে দিলেন স্বামী

নন্দীগ্রাম (বগুড়া) সংবাদদাতা
প্রকাশ: ২২ নভেম্বর ২০১৯ ০৯:৩৬ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ২৬৯ বার।

 

বগুড়া নন্দীগ্রাম উপজেলায় গৃহবধুর মাথা ন্যাড়া করে দেওয়ায় পাষন্ড স্বামী মোর্শেদুল বারীকে (২৫) আটক করেছে পুলিশ। 

শুক্রবার (২২ নভেম্বর) দুপুরে এ ঘটনায় নন্দীগ্রাম থানায় মামলা দায়ের হয়েছে। মোর্শেদুল নন্দীগ্রাম উপজেলার ইউসুবপুর গ্রামের বাসিন্দা মোশারফ হোসেনের ছেলে।

জানা যায়, নাটোর জেলার সিংড়া উপজেলার পাঁচপাকিয়া গ্রামের নিজাম উদ্দিনের মেয়ে মার্জিয়া খাতুন রুপালীর (২০) সাথে প্রায় এব হছর আগে মোর্শেদুলের বিয়ে হয়। বিয়ের পর থেকেই তাদের পরিবারে ঝগড়া-বিবাদ লেগেই থাকতো।

এ দিকে, গত বুধবার দুপুরে রুপালীর হাত থেকে হরলিক্সের বয়াম পড়ে ভেঙ্গে যায়। পরে স্বামী মোর্শেদুল বাড়ি ফিরে এ ঘটনা শুনে বৃহস্পতিবার (২১ নভেমম্বর) দুপুরে তাকে মারধর করে একপর্যায়ে তার মাথা ন্যাড়া করে দেয়। ছেলের এমন কান্ডে রুপালীর শ্বাশুড়ি চুলগুলো ফেলে দেয় ও তাকে ঘরে আটকে রাখে । পরে রুপালী মোবাইল ফোনে ঘটনাটি তার বাবা-মাকে জানায়। 

রুপালীর মা মঞ্জুয়ারা বেগম জানায়, বিয়ের সময় নগদ দেড় লাখ টাকা যৌতুক দেয়া হয়েছে ছেলে পক্ষকে। এখন তারা আরো দুই লাখ টাকা যৌতুক দাবী করে। টাকা দিতে না পারায় স্বামী ও শ্বাশুড়ী শারিরিক ও মানসিক নির্যাতন চালায় তাদের মেয়ের ওপর।


তিনি আরও বলেন, শুক্রবার (২২ নভেম্বর) সকালে তিনি জামাই বাড়ি এসে গ্রামের লোকজনের সহযোগীতায় মেয়েকে উদ্ধার করে। পরে পুলিশে খবর দেয়া হলে পুলিশ মোর্শেদুলকে আটক করে।

নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শওকত কবীর জানান, মোর্শেদকে আটক করা হয়েছে। এ ঘটনায় মোর্শেদ ও তার বাবা, মায়ের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে।