সারিয়াকান্দিতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

সারিয়াকান্দি(বগুড়া ) প্রতিনিধি
প্রকাশ: ২২ নভেম্বর ২০১৯ ১১:৩৯ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১১৪ বার।

কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ২০১৯-২০ অর্থবছরে বগুড়ার সারিয়াকান্দিতে ক্ষুদ্র ও প্রান্তিক ৬হাজার ৫০ জন কৃষকদের মাঝে বিনামূল্যে সরিষা. আলু ও ভুট্ট্রা ফসলের বীজ ও সার বিতরণ করা হয়েছে। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে  শুক্রবার সকালে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা নির্বাহী অফিসার মোঃ রাসেল মিয়ার সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় । এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বগুড়ার উপ পরিচালক কৃষিবিদ মোঃ আবুল কাশেম আজাদ । বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুল খালেক দুলু, সহ সভাপতি মমতাজুর রহমান , উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ আব্দুল হালিম .কৃষক জসিম উদ্দিন প্রমুখ ।পরে প্রধান অতিথি কৃষকদের মাঝে সার বীজ বিতরণ করেন ।