২১ বছর বয়সে বিচারপতি!

পুণ্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ২২ নভেম্বর ২০১৯ ১১:৫৭ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১৫২ বার।

মাত্র ২১ বছর বয়সে বিচারপতি হওয়ার যোগ্যতা অর্জন করেছেন ভারতের জয়পুরের ছেলে মায়াঙ্ক প্রতাপ সিং। রাজস্থান জুডিশিয়াল সার্ভিস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে এই পদে বসছেন তিনি।

ভারতীয় সংবাদমাধ্যমকে মায়াঙ্ক বলেন, ‘বরাবরই দেশের আইনব্যবস্থা এবং বিচারের ওপর আমার অগাধ আস্থা। ভালো লাগত এই পেশা। তাই স্বপ্ন ছিল, ভবিষ্যতে আইনকেই পেশা হিসেবে বেছে নেব। ২০১৪ সালে ৫ বছরের এলএলবি কোর্স করি রাজস্থান বিশ্ববিদ্যালয় থেকে। এখন সেই স্বপ্নপূরণ হল।’

এই বিশেষ কৃতিত্বের জন্য তিনি ধন্যবাদ জানিয়েছেন মা-বাবা, পরিবার, শিক্ষক এবং বিশ্ববিদ্যালয়কে।

ভারতে আইনের এই পরীক্ষায় অংশ নেওয়ার ন্যূনতম বয়স ২৩ বছর। রাজস্থান হাইকোর্ট তার জন্য সীমা কমিয়ে করেছে ২১ বছর। এ জন্য মায়াঙ্ক আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন রাজস্থান হাইকোর্টকে।

তার কথায়, কোর্ট ন্যূনতম বয়স না কমালে পরীক্ষায় বসতে পারতাম না। আমি কৃতজ্ঞ।