শামির বাউন্সারে হাসপাতালে লিটন

পুণ্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ২২ নভেম্বর ২০১৯ ১২:৩২ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১৩৯ বার।

ঐতিহাসিক দিবারাত্রির কলকাতা টেস্টে ভারতের বিপক্ষে ১০৬ রানে গুটিয়ে গেছে বাংলাদেশ। লাঞ্চের আগে প্রথম সেশনেই খোয়া গেছে ৬ উইকেট। দুই ওপেনার ইমরুল কায়েস, সাদমান ইসলাম, অধিনায়ক মুমিনুল হক, মোহাম্মদ মিঠুন, মুশফিকুর রহীম আর মাহমুদউল্লাহ রিয়াদ সাজঘরে।

অভিজ্ঞ ব্যাটসম্যান- মুশফিক আর মাহমুদউল্লাহও ভারতীয় বোলিং তোপের মুখে ব্যর্থ। এমন অসহায় আত্মসমর্পণের পালায় ওপেনার সাদমানে পর একজনই মাথা তুলে দাঁড়ানোর চেষ্টা করেন, তিনি লিটন দাস।

কিন্তু লাঞ্চের পর ভারতের তারকা পেসার মোহাম্মদ শামির বাউন্সারে তাকেও ফিরে যেতে হলো ড্রেসিংরুমে। শামির বাউন্সারে হুক করতে গিয়ে বল আঘাত হানে হেলমেটে। আর ব্যথা ও অস্বস্তি বোধ করে মাঠ ছেড়ে বেরিয়ে আসেন লিটন।

মাঠ থেকে বেরিয়ে সোজা চলে যান হাসপাতালে। তাৎক্ষণিকভাবে কোন বাড়তি ঝুঁকি না নিয়ে তার মাথায় সিটি স্ক্যান করানো হয়েছে। 

বিসিবি সূত্রে জানা গেছে, লিটন দাসের মাথায় সিটি স্ক্যান করা হয়েছে। তবে ফল এখনো জানা যায়নি।