বগুড়ায় টিএমএসএস মহিলা মার্কেট ব্যবসায়ী কল্যাণ সমিতির অভিষেক অনুষ্ঠিত

পুণ্ড্রকথা রিপোর্ট
প্রকাশ: ০৭ নভেম্বর ২০১৮ ১২:১৫ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ২৩৯ বার।

বগুড়ায় বুধবার সকালে শহরের নবাববাড়ি সড়কে টিএমএসএস মহিলা মার্কেট ব্যবসায়ী কল্যাণ সমিতির ২৪ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটির অভিষেক অনুষ্ঠিত হয়েছে। বগুড়া জেলা মোবাইল ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক শেখর রায়ের সভাপতিত্বে অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বগুড়া জেলা প্রশাসক ফয়েজ আহাম্মদ। প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, 'সারাবিশ্বের সাথে তাল মিলিয়ে বাংলাদেশ আজ তথ্যপ্রযুক্তিতে উন্নয়নের ক্ষেত্রে একটি সফলতার নাম। তথ্যপ্রযুক্তির কথা বললেই মোবাইল এর নাম চলে আসে আর এই টিএমএসএস মহিলা মার্কেটের মাধ্যমে আজ উত্তরবঙ্গে মোবাইল এর বিস্তার চোখে পড়ার মতো। তিনি তরুণ প্রজন্মসহ যারা এই ব্যবসাতে সম্পৃক্ত রয়েছেন তাদের সকলকে শুভ কামনা জানান। সেই সাথে মোবাইলের অবৈধ ব্যবহার বা অবৈধ কাজে সম্পৃক্ত হওয়ার মতো সকল ধরণের কাজ থেকে বিরত থাকা এবং দেশের উন্নয়নে কাজ করার লক্ষ্যে সকলকে একযোগে কাজ করার আহবান জানান। অভিষেক অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সনাতন চক্রবর্তী, টিএমএসএস এর নির্বাহী পরিচালক অধ্যাপিকা ড: হোসনে আরা বেগম, বগুড়া প্রেস ক্লাবের সভাপতি প্রদীপ ভট্টাচার্য শংকর, বগুড়া জেলা যুবলীগের সভাপতি শুভাশীষ পোদ্দার লিটন ও জার্নালবিডি২৪.কম এর প্রকাশক বিশিষ্ট ব্যবসায়ী পরিমল প্রসাদ রাজ। এছাড়াও অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ এস.এম বদিউজ্জামান, টিএমএসএস বগুড়ার সেক্টর প্রধান (প্রোগ্রাম) জাকির হোসেন, জেলা মোবাইল ডিলার এসোসিয়েশনের সভাপতি আনোয়ার হোসেন বাবুল, জেলা মোবাইল ব্যবসায়ী সমিতির সভাপতি রেজাউল হক বুলু, টিএমএসএস মহিলা মার্কেটের ম্যানেজার মাইনুর ইসলাম সুজন এবং বিশিষ্ট ব্যবসায়ী শামীম সরকার। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন নব-নির্বাচিত কমিটির সাংগঠনিক সম্পাদক ফজলে রাব্বি। অনুষ্ঠানের শুরুতে টিএমএসএস মহিলা মার্কেট ব্যবসায়ী কল্যাণ সমিতির নব-নির্বাচিত কমিটির সভাপতি তৌফিকুর আলম লিটন এবং সাধারণ সম্পাদক জাকিরুল ইসলাম মিঠুর নেতৃত্বে কার্যনির্বাহী কমিটির ২৪ জন নেতৃবৃন্দকে ক্রেস্ট দিয়ে বরণ করে নেন বগুড়া জেলা প্রশাসক। অনুষ্ঠানের সার্বিক পরিচালনা করেন শিশু ও যুব সংগঠক সঞ্জু রায় এবং ব্যবস্থাপনায় ছিলেন সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক শহিদুল ইসলাম সেলিম।