ভূমি দখলের চেষ্টার অভিযোগ

বগুড়ায় ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা

সারিয়াকান্দি(বগুড়া)প্রতিনিধি
প্রকাশ: ২৩ নভেম্বর ২০১৯ ০৮:২৩ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১৯৯ বার।

বগুড়ার সারিয়াকান্দিতে ভূমি দখলের চেষ্টার অভিযোগে কাজলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাশেদ সরকারের বিরুদ্ধে ৬ জন বাদী হয়ে জেলা বগুড়ার সারিয়াকান্দি থানা সহকারী জজ আদালতে মামলা দায়ের করেছেন। 
কাজলা ইউনিয়নের পাকেরদহ গ্রামের সেকেন্দার আলী,খোয়াজ উদ্দিন,পঞ্চ মিয়া, আব্দুল মিয়া,নুরজাহান বিবি, চাঁন প্রাং বাদী হয়ে কাজলা ইউনিয়নের চেয়ারম্যান রাশেদ সরকারসহ ৩ জনকে আসামী করে জেলা বগুড়ার সারিয়াকান্দি থানা সহকারী জজ আদালতে মামলা দায়ের করেছেন। মামলার অন্য আসামীরা হলেন আনিছুর রহমান সরকার ,মো: আজু ও জাহেদুর রহমান। মামলা নম্বর ৭৫/১৯,তারিখ ১৮/১১/১৯ইং।


মামলা সুত্রে জানা গেছে, বাদী পক্ষ কাজলা ইউনিয়নের পাকেরদহ মৌজার ,জেএল নং ১১৯,সাবেক সিএস ১নং খাস খতিয়ান ও এম আর আর ১নং খাস খতিয়ান যাহার মূল দাগ ০১,চিটা দাগ নং ১০৩,হালে ১০৫,১০৬,১০৭,১০৮,১০৯ ও ১১০ নম্বর দাগ সমূহ জেলা প্রশাসকের কার্যালয় হতে কবুলিয়াত দলিল মূলে ৯৯ বছর মেয়াদে ভূমিহীন হিসেবে ৫০০ শতক সম্পতি ভোগদখল করে আসছে । গত ০১/১১/১৯ইং তারিখে আসামী পক্ষ জোড় পূর্বক জমি বেদখলের চেষ্টা করলে বাদী পক্ষ বাধা প্রদান করে । 


এ ব্যাপারে কাজলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাশেদ সরকার বলেন ,উক্ত জমিতে ভূমিহীনদের পূনর্বাসনের জন্য সরকারী ভাবে আশ্রয়ণ প্রকল্প নির্মাণের জন্য মাটি ভরাটের কাজ করা হয়েছে । সেনাবাহিনী সেখানে ব্যারাক নির্মাণ করবে ।

সারিয়াকান্দি উপজেলা নির্বাহী অফিসার মোঃ রাসেল মিয়া বলেন, অভিযোগ পেয়েছি, আদালতে মামলার বিষয়ে কোন মন্তব্য করতে চাইনা ।