লাভ জিহাদ প্রচারের অভিযোগে 'কেদারনাথ' নিষিদ্ধের দাবি

পুণ্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ০৭ নভেম্বর ২০১৮ ১২:১৭ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ২০৭ বার।

আবারও সংকটে বলিউড অভিনেতা সাইফ আলী খানের মেয়ে সারা আলী খানের প্রথম ছবি কেদারনাথ। এই ছবিতে লাভ জিহাদের প্রচার করা হয়েছে- এমন অভিযোগ করেছেন কেদারনাথ মন্দিরের পুরোহিত সংগঠনের চেয়ারম্যান বিনোদ শুক্লা। 

তার অভিযোগ, ছবিতে হিন্দু নারীকে মুসলিম ধর্মে ধর্মান্তরিত করার দৃশ্য রয়েছে, যা হিন্দু ধর্মের পরিপন্থী। তাই অবিলম্বে ছবিটি নিষিদ্ধের দাবি জানাই।

আগামী ৭ ডিসেম্বর ছবিটি মুক্তি পাওয়ার কথা। কিন্তু এর আগেই 'কেদারনাথ'-এর মুক্তি ঠেকাতে আন্দোলন শুরু করবেন বলে জানিয়েছেন বিনোদ শুক্লা। তিনি আরও অভিযোগ করেন, কেদারনাথের মতো পবিত্র একটি জায়গায় নায়ক-নায়িকার ঘনিষ্ঠতা নিয়েও আপত্তি রয়েছে। উত্তরাখণ্ডের বিজেপি নেতা অজেন্দ্র অজয়ও ছবিটির ওপর নিষেধাজ্ঞা জারির দাবি জানিয়েছেন। 

এর আগে ছবির প্রযোজকের সঙ্গে সারা আলী খানের মা অমৃতা সিংয়ের বিবাদের জেরে আটকে গিয়েছিল 'কেদারনাথ'-এর মুক্তি। সেই বিবাদ মেটার পর শুরু হয় ছবির প্রচার। এবার আবারও সংকট তৈরি হয়েছে ছবিটি নিয়ে। সূত্র: জিনিউজ