সংবাদ সম্মেলন

বগুড়ায় নিউ মার্কেট মালিক সমিতির সাঃ সম্পাদক রাশেদের উপর হামলাকারীদের গ্রেফতারের দাবি

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ২৩ নভেম্বর ২০১৯ ১২:০২ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১৬৭ বার।

বগুড়ায় বৃহত্তর নিউ মার্কেট ব্যবসায়ী মালিক সমিতির সাধারণ সম্পাদক রাশেদুল ইসলামের উপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন করা হয়েছে। শনিবার বেলা সাড়ে ১২ টায় বগুড়া প্রেসক্লাবে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের উপদেষ্টা ফিরোজ খান।  সেই সাথে ওই সংবাদ সম্মেলনে অভিযুক্তদের ৭২ ঘন্টার মধ্যে গ্রেফতারের দাবিও জানানো হয়।   
সংবাদ সম্মেলনে ফিরোজ খান লিখিত বক্তব্যে বলেন, দীর্ঘদিন ধরে বগুড়া কেন্দ্রীয় জামে মসজিদের কমিটি গঠন নিয়ে সাধারণ সম্পাদক রাশেদুল ইসলামের সাথে দুই পক্ষের বিরোধ সৃষ্টি হয়। বিরোধিতার জের ধরেই এই হামলার ঘটনা ঘটেছে বলে দাবি জানান তিনি। 
ফিরোজ খান আরও বলেন,  গত বুধবার সন্ধ্যায় রাশেদুল ইসলাম শহরের শহীদ টিটু মিলনায়তনের হল রুমে বি আর টিসি মালিক সমিতির অভিষেক অনুষ্ঠানে উপস্থিত হন। ওই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার আলী আশরাফ ভূঞা। ব্যস্ততার কারণে প্রধান অতিথির বক্তব্য দেওয়ার পর তিনি চলে যান। এরপর একদল সন্ত্রাসী হলরুমে ঢুকে রাশেদুল ইসলামের উপর হামলা চালায় এবং এলোপাথাড়ি মারতে থাকে। এসময় উপস্থিত লোকজন এগিয়ে আসলে তারা সেখান থেকে চলে যায়।
তিনি বলেন, এই ঘটনার পর ঐদিন রাতে সদর থানায় গিয়ে অভিযোগ করার সময় তাদের সাথে অসদাচরণ করা হয়। ঘটনার দুই-তিন দিন পার হয়ে গেলেও হামলাকারীদের বিরুদ্ধে এখন পর্যন্ত কোনো আইনগত ব্যবস্থা নেওয়া হয় নি। 
এক প্রশ্নের জবাবে ফিরোজ খান জানান, আগামী ৭২ ঘন্টার মধ্যে হামলাকারীদের গ্রেফতার করে আইনের আওতায় না আনা হলে মানববন্ধনসহ বিক্ষোভ কর্মসূচি পালন করা হবে।