বগুড়ার নন্দীগ্রামে আমন ধান সংগ্রহে লটারীতে কৃষক নির্বাচন

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি
প্রকাশ: ২৩ নভেম্বর ২০১৯ ১২:২৫ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ২৬৭ বার।

বগুড়ার নন্দীগ্রামে অভ্যন্তরীণ আমন ধান সংগ্রহে লটারীর মাধ্যমে কৃষক নির্বাচন করা হয়েছে। শনিবার উপজেলা নির্বাহী অফিসার শারমিন আখতার উপস্থিত থেকে অভ্যন্তরীণ আমন ধান সংগ্রহে লটারীর মাধ্যমে কৃষক নির্বাচন করেন। 

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল আশরাফ জিন্নাহ, ভাইস চেয়ারম্যান দুলাল চন্দ্র মহন্ত, মহিলা ভাইস চেয়ারম্যান শ্রাবণী আকতার বানু, উপজেলা কৃষি কর্মকর্তা মশিদুল হক, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মুশফিকুর রহমান, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি রফিকুল ইসলাম, নন্দীগ্রাম প্রেস ক্লাবের সভাপতি নাজমুল হুদা, নন্দীগ্রাম এলএসডির ভারপ্রাপ্ত কর্মকর্তা আশরাফুল আরেফিন ও উপজেলা কৃষক লীগের সভাপতি সফিকুল ইসলাম। 

উল্লেখ্য, নন্দীগ্রাম উপজেলায় ২৩৪৫ মেট্রিকটণ অভ্যন্তরীণ আমন ধান সংগ্রহ করা হবে।