বগুড়ায় পেশাজীবি গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ কর্মশালা

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ২৩ নভেম্বর ২০১৯ ১৩:৪৯ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১৩৯ বার।

‘চালালে গাড়ি সাবধানে বাঁচবে সবাই প্রাণে’ স্লোগানে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ) বগুড়ার আয়োজনে শনিবার শহরের জেলা পরিষদ মিলনায়তনে দিনব্যাপী পেশাজীবি গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বগুড়া জেলা প্রশাসনের সহযোগিতায় বিআরটিএ বগুড়া সার্কেলের সহকারী পরিচালক ইঞ্জি: সৈয়দ মেসবাহ্ উদ্দিনের দিকনির্দেশনায় দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা পরিচালনা করেন বিআরটিএ বগুড়া সার্কেলের মোটরযান পরিদর্শক ইঞ্জিনিয়ার এস.এম সবুজ। এসময় কর্মশালায় উপস্থিত ছিলেন বগুড়া সদর ট্রাফিকের ইন্সপেক্টর শফিউল হোসেন, বিআরটিএ বগুড়ার মেকানিক্যাল এ্যাসিটেন্ট সেলিম হোসেন এবং মোটর শ্রমিক ইউনিয়ন বগুড়া জেলা শাখার কার্যনির্বাহী সদস্য ইউনুস আলী।

প্রশিক্ষণে উপস্থিত প্রায় ২ শতাধিক পেশাদার চালককে ভিডিও চিত্র প্রদর্শনের মাধ্যমে দিনব্যাপী পর্যায়ক্রমে রোড সেফটি, সড়কে চলার পথে ব্যবহৃত চিহ্নসমূহ, সড়কে চলার পথে করণীয় কার্যক্রম, মোটরযান আইন এবং আইন ভঙ্গ করলে নতুন আইনে জরিমানা কত হবে তা সম্পর্কে বিস্তারিত ধারণা প্রদান করা হয়। প্রশিক্ষণ পরবর্তী সকলের উদ্দেশ্যে বিআরটিএ বগুড়ার পক্ষে ইঞ্জি: এস.এম সবুজ সকলকে শতভাগ স্বচ্ছতার মাধ্যমে বগুড়া বিআরটিএ তে সেবা গ্রহণের আহবান জানান। তিনি সকল চালকদের সচেতন হওয়ার জন্য অনুরোধ জানান। তিনি বলেন আমরা নিজেরা সচেতন হলে আইন থাকলেও তা প্রয়োগের কোন দরকার হবেনা। বিআরটিএ’র পক্ষে এই কর্মকর্তা সকল চালককে আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে সড়ক দুর্ঘটনা হ্রাসকরণে সকলকে নিয়ম মেনে রাস্তায় গাড়ি চালানোর জন্য সকলের দৃষ্টি আকর্ষণ করেন।