বগুড়ায় কবিতার উচ্চারণে নারী ও শিশুর প্রতি সহিংসতার প্রতিবাদ

প্রেস রিলিজ
প্রকাশ: ২৩ নভেম্বর ২০১৯ ১৫:০১ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ২২৫ বার।

এপার বাংলা ও ওপার বাংলার কবিদের লেখা কবিতার উচ্চারণে নারী ও শিশুর প্রতি সহিংসতার প্রতিবাদ জানালো বগুড়ার আবৃত্তি সংগঠণগুলো। শনিবার সন্ধ্যায় বগুড়া জেলা পরিষদ মিলনায়তনে “বহুস্বরিক” শিরানামে প্রথম পর্বের আয়োজনে বগুড়ার তিনটি আবৃত্তি সংগঠনের ৬ জন শিল্পী কবিতা আবৃত্তি করেন।

আয়োজকরা জানান, জেলার আবৃত্তি সংগঠণগুলোর সমন্বয়ে নিয়মিত সমসায়িক বিভিন্ন বিষয় ভিত্তিক অনুষ্ঠান পরিবেশন করতেই ‘বহুস্বরিক’ এর আবির্ভাব। যার প্রথম পর্বে কবিতা আবৃত্তির মাধ্যমে তিনটি সংগঠনের আবৃত্তি শিল্পীরা সারাদেশে নারী ও শিশুর প্রতি সহিংসতার প্রতিবাদ জানালো । 


কবি হুমায়ুন আজাদের নারীর প্রতিরুপে মাকে নিয়ে লেখা আমাদের মা, শত শত বছর ধরে নারীর প্রতি পৈশাচিক নির্যাতনের ইতিহাস নিয়ে কবি রাখি সরদারের লেখা ‘অহল্য তুমিও’, কিংবা কাব্যে ফুটিয়ে তোলা দৈনন্দিন জীবনে নারীর প্রতি কিছু পুরুষের দৃষ্টিভঙ্গি-‘‘আমিই সেই মেয়ে”!! কবিতায় জ্বলে ওঠে প্রতিবাদের আগুন!


ধর্মীয় গোঁড়ামী কিংবা দেশভাগের অযুহাতে দাঙ্গা-হামলার বিস্ফরনে একদল নরপশুর লালসার স্বীকার হয় নারী কিংবা শিশু! সেইসব চরিত্রের আড়ালেও ডুবে থাকে বাবা-ভাই কিংবা মানুষ! কবি সুবোধ সরকারের লেখা ‘কাল্লু’- কবিতাটি তেমনি এক চিত্রকে চোখের সামনে তুলে ধরেছে! 


নারী ও শিশুর প্রতি গুটিকয় নরপশুর এমন বিকৃত তৃঞ্চার জবাবে কবিতার দৃঢ় উচ্চারণের প্রতিফলন সমাজে পড়বে এমন প্রত্যাশায় বাচিক শিল্পীরা একে একে আবৃত্তি করেছেন, ‘ফ্যালানী, তোমার সামনে নতজানু হয়েছি নারী’, পূর্ণীমায় পূর্ণীমা,‘ সিঁদুর’ ও প্রিন্স মাহফুজের লেখা ‘আমার গলায় ফাঁসির দড়ি’ কবিতা।


কণ্ঠসাধন আবৃত্তি সংসদ, বিহঙ্গ আবৃত্তি পরিষদ এবং দৃষ্টি বগুড়া জেলা শাখার আয়োজনে এ অনুষ্ঠানে আবৃত্তি করেন, শরীফ মজুমদার, সৈয়দ তাহ্সীন কবির,  শ্রাবনী সুলতানা, রাকিব জুয়েল, ফজলে রাব্বী এবং মশিউর রহমান।

বহুস্বরিকের আবৃত্তি অনুষ্ঠান শেষে শুভেচ্ছাকথনে অংশ গ্রহণ করেন বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের কার্যনির্বাহী সদস্য রফিকুদ্দৌলা রাব্বি সাংস্কৃতিক ব্যাক্তিত্ব সাদেকুর রহমান সুজন, জিয়াউল হক বাবলা, শিক্ষাবিদ শাহজাহান সাকিদার, প্রকৌশলী মোঃ সাহাবুদ্দীন সৈকত। অনুষ্ঠানের সমাপনী বক্তব্য প্রদান করেন গুণিজন মৃণাল কান্তি সাহা।