যুবলীগের নতুন সাধারণ সম্পাদকের বয়স ৫৭

পুণ্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ২৩ নভেম্বর ২০১৯ ১৫:১১ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ২০৫ বার।

যুবলীগের নতুন সাধারণ সম্পাদকের বয়স ৫৭ বলে জানা গেছে। যদিও এর আগে যুবলীগ নেতাদের বয়সসীমা ৫৫ নির্ধারণ করা হয়।

শনিবার সপ্তম কাউন্সিলে শেখ ফজলে শামস পরশ বিনা প্রতিদ্বন্দ্বিতায় যুবলীগের চেয়ারম্যান নির্বাচিত হন। সাধারণ সম্পাদকের দায়িত্ব পান মাইনুল হোসেন খান নিখিল। খবর দেশ রুপান্তর

তবে মাইনুল হোসেন খান নিখিলের বয়স নির্ধারিত বয়সসীমার তুলনায় দু’বছর বেশি। কাউন্সিলের জন্য জমা দেওয়া তার জীবনবৃত্তান্ত থেকে এ তথ্য পাওয়া গেছে।

গত সেপ্টেম্বরে এক সভায় যুবলীগ নিয়ে শেখ হাসিনার উষ্মা প্রকাশের পর ঢাকায় ক্যাসিনো বন্ধে র‌্যাবের অভিযানে প্রকাশ পেতে থাকে সংগঠনটির নেতাদের নাম, গ্রেপ্তারের পর বহিষ্কৃতও হন কয়েকজন নেতা।

আগের কমিটির যুবলীগ চেয়ারম্যান ওমর ফারুকের বিরুদ্ধে ক্যাসিনো কেলেঙ্কারিতে থাকা যুবলীগ নেতাদের পৃষ্ঠপোষকতা দেওয়ার অভিযোগ ওঠে। তখন তার বয়স ৭১ হওয়া নিয়েও বিতর্ক হয়। এরপর সংগঠনটির নেতাদের বয়সসীমা ৫৫ নির্ধারণ করা হয়।

ওমর ফারকুকে অব্যাহতিও দেওয়া হয় সব সাংগঠনিক কাজ থেকে।

এ সংগঠনের নতুন সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল ঢাকা মহানগর উত্তর যুবলীগের সভাপতি ছিলেন। ছাত্রলীগের সাবেক কর্মী মাইনুল হোসেন খান নিখিল দুই যুগের বেশি সময় ধরে যুবলীগের রাজনীতির সঙ্গে জড়িত। এর আগে তিনি উত্তর যুবলীগের সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকেরও দায়িত্ব পালন করেন।

সপ্তম সম্মেলনে সাধারণ সম্পাদক পদে সাতজনের নাম প্রস্তাব করা হয়। পরে নিজেদের মধ্যে সমঝোতা করে নিখিলের নাম চূড়ান্ত হয়।

এর আগে অক্টোবরে গণভবনে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার সঙ্গে বৈঠক করেন যুবলীগ নেতারা।

ওই বৈঠক শেষে সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, আমাদের সভাপতি (শেখ হাসিনা) যুবলীগের প্রেসিডিয়াম মেম্বার ও সাংগঠনিক সম্পাদকদের সঙ্গে দীর্ঘক্ষণ বৈঠক করেছেন। তিনি আগামী জাতীয় কংগ্রেস নিয়ে নির্দেশনা দিয়েছেন। বয়সসীমা ৫৫ বছর করার সিদ্ধান্ত হয়েছে।

বৈঠকে সংগঠনটির প্রেসিডিয়াম মেম্বার চয়ন ইসলামকে আহ্বায়ক ও সাধারণ সম্পাদক হারুনুর রশীদকে সদস্য সচিব এবং কার্যনির্বাহী সব সদস্যকে নিয়ে যুবলীগের জাতীয় কংগ্রেসের প্রস্তুতি কমিটি করা হয়।