বগুড়ায় পান্তা খেয়ে ৯ শ্রমিক হাসপাতালে ভর্তি

নন্দীগ্রাম (বগুড়া) সংবাদদাতা
প্রকাশ: ২৪ নভেম্বর ২০১৯ ১০:০৯ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ৩০১ বার।

বগুড়ার নন্দীগ্রামে পান্তাভাত খেয়ে ৯ ধান কাটা শ্রমিক অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। উপজেলার কাথম বেরাগাড়ী গ্রামে এ ঘটনা ঘটে। 
জানা যায়, উপজেলার কাথম বেরাগাড়ী গ্রামের কৃষক সোহেল হোসেনের কয়েকদিন আগে ধান কাটার জন্য ১০ জন শ্রমিক নেন। শ্রমিকদের বাড়ী কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলায়। শনিবার (২৩ নভেম্বর) সকালে সোহেল হোসেনের বাড়িতে পান্তাভাত খায়ে তারা কাজে যায়। পরে তাদের পেট ব্যথা, বমি ও পাতলা পায়খানা শুরু হয়। সন্ধ্যায় অসুস্থ হয়ে পড়লে তাদের বিজরুল স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।


অসুস্থ শ্রমিকরা হলেন, কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলার আব্দুল হামিদ (৩৬), দেলবর রহমান (৩৮), সেকেন্দার আলী (৫৫), মজমুল হক (৩৭), আকরাম হোসেন (৪০), শহিদুল ইসলাম (৩৯), শহিদ হোসেন (৩৪), তায়জুল ইসলাম (৩৫) ও শাহ আলম (৪০)।


উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. তোফাজ্জল হোসেন মন্ডল জানান, পাতলা পায়খানার কয়েক জন ধান কাটার শ্রমিকদে হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের সবধরনের সেবা দেওয়া হচ্ছে।