গোলাপি টেস্টে বাংলাদেশকে হারিয়ে ভারতের বিশ্বরেকর্ড

পুণ্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ২৪ নভেম্বর ২০১৯ ১১:৩৭ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১৭৫ বার।

দ্বিতীয় ইনিংসে উমেশ যাদবের ৫ ও ইশান্ত শর্মার ৪ উইকেটের সুবাদে বাংলাদেশের বিপক্ষে নিজেদের প্রথম গোলাপি বলের টেস্ট এক ইনিংস এবং ৪৬ রানে জিতল ভারত। এতে ২-০ ব্যবধানে সিরিজও জিতল তারা।

এ নিয়ে পর পর ৪টি টেস্ট ইনিংস ব্যবধানে জিতে বিশ্ব ক্রিকেটে নতুন রেকর্ড গড়লেন বিরাট কোহলি ব্রিগেড। একই সঙ্গে টানা ৭টি টেস্ট জিতে কিংবদন্তি মহেন্দ্র সিং ধোনির রেকর্ড ভাঙলেন অধিনায়ক বিরাট।

ঐতিহ্যবাহী ইডেন গার্ডেন্সে ঐতিহাসিক গোলাপি বলের টেস্ট শুরু হয় রাজকীয় ঢঙে। টেস্টের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত হন বাংলাদেশ প্রধামনমন্ত্রী শেখ হাসিনা,পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলি।

হাজির ছিলেন ভারতীয় ক্রিকেটের মাস্টার ব্লাস্টার শচীন টেন্ডুলকার, রাহুল দ্রাবিড়, ভিভিএস লক্ষ্মণ, হরভজন সিং,অনিল কুম্বলেরা। উপস্থিত ছিলেন বাংলাদেশ-ভারতের ক্রিকেটের রথী-মহারথীরা।

ম্যাচ ঘিরে আগ্রহ ও উন্মাদনা ছিল তুঙ্গে। নিমিষে টেস্টের প্রথম চার দিনের টিকিটও শেষ হয়ে গিয়েছিল। গোটা কলকাতা সাজে গোলাপি রঙে। তাতে বাড়তি মাত্রা যোগ করে দুই দেশের সেলেব্রেটিদের বর্ণিল পদচারণা।

দুই দলের প্রথম গোলাপি বলের টেস্টে তুমুল লড়াই আশা করেন ক্রিকেটপ্রেমীরা। তবে তাতে পানি ঢেলে তৃতীয় দিনের প্রথম ঘণ্টায় ১৯৫ রানে গুটিয়ে গেল বাংলাদেশ। পেস সহায়ক উইকেটে টসে জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেয় টাইগাররা।

বাংলাদেশের প্রথম ইনিংস কার্যত এক হাতে শেষ করে দেন ভারতীয় পেসার ইশান্ত। প্রথম ইনিংসে ৫ উইকেট নেন তিনি। ৩ উইকেট নেন উমেশ। ১০৬ রানে শেষ হয়ে যায় সফরকারীদের প্রথম ইনিংস।

জবাবে ব্যাট করতে নেমে শুরুটা খারাপ হয় ভারতের। তবে অধিনায়ক বিরাট কোহলির ইতিহাস গড়া ১৩৬, চেতেশ্বর পূজারার ৫৫ ও অজিঙ্ক রাহানের ৫১ রানে প্রথম ইনিংসে ৯ উইকেটে ৩৪৭ তোলেন মেন ইন ব্লুরা। এতে ২৪১ রানের লিড নেন তারা।

জবাবে দ্বিতীয় ইনিংসে মুশফিকুর রহিম (৭৪ রান) ছাড়া ভারতীয় বোলারদের সামনে কোনো বাংলাদেশি ব্যাটসম্যান দাঁড়াতে পারেননি। দলের আরেক অভিজ্ঞ ব্যাটসম্যান মাহমুদউল্লাহ ৩৯ রান করে রিটায়ার্ড হার্ট হন।

ভারতের প্রথম গোলাপি বলের টেস্টে মোট ৯ উইকেট নিয়ে ম্যাচসেরা হয়েছেন ইশান্ত। সব মিলিয়ে গোটা সিরিজে দুর্দান্ত পারফরম সিরিজসেরাও হয়েছেন তিনি।