পাপনের অভিযোগ নিয়ে যা বললেন মুমিনুল

পুণ্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ২৪ নভেম্বর ২০১৯ ১১:৩৯ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১৪৮ বার।

ভারতের বিপক্ষে ঐতিহ্যবাহী ইডেন গার্ডেন্সে নিজেদের ইতিহাসে প্রথম গোলাপি বলের টেস্টে ইনিংস ও ৪৬ রানে হেরেছে বাংলাদেশ। নেপথ্যে টস জিতে প্রথমে ব্যাটিং নেয়ার দায় দেখছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন!

তিনি বলেন, আমি জানতাম- টস জিতলে আগে বোলিং করবে বাংলাদেশ। এ নিয়ে আগেই মিটিংয়ে টিম ম্যানেজমেন্টের সঙ্গে আমার কথা হয়েছে। তবে দল শুরুতে ব্যাটিং নেয়ায় ধাক্কা খেয়েছি।

বিসিবি বসের অভিযোগের বিষয়ে কথা বলেছেন অধিনায়ক মুমিনুল হক। তিনি বলেন,উনি (পাপন) হয়তো বলেছেন। তবে আমি সেখানে ছিলাম না। এ নিয়ে কোনো মন্তব্য করতে পারব না। এটা বলার জন্য আমি সঠিক ব্যক্তি নই।তদুপরি, পরে ব্যাট করলেও আমরা ভালো করতাম এর কোনো ওয়ার‌্যান্টি ছিল না। লাল কিংবা গোলাপি বলে খেলা মূখ্য নয়। এখানে পারফরম্যান্সটাই আসল।

গো হারা প্রসঙ্গে টেস্ট অধিনায়ক বলেন, আমার কাছে মনে হয়, আমরা টিম হিসেবে খেলতে পারিনি। বোলাররা ভালো বল করেছে। আমাদের উন্নতি করার অনেক জায়গা আছে। সামনে অনেক টেস্ট আছে। ভুলগুলো শোধরাতে পারলে ভালো করতে পারব ইনশাল্লাহ। এ দুর্যোগের মধ্যেও মুশফিক ভাই,মাহমুদউল্লাহ ভাই দারুণ ব্যাটিং করেছে। এসব ইতিবাচক দিক।