ধুনটে শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ

ধুনট (বগুড়া) প্রতিনিধি
প্রকাশ: ২৪ নভেম্বর ২০১৯ ১১:৪৬ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১৯৬ বার।

বগুড়ার ধুনট উপজেলায় মূল্যবোধ উন্নয়ন ও সামাজিক সচেতনতা বৃদ্ধিমূলক কর্মকান্ডের আওতায় কৈশোর কর্মসূচীর অংশ হিসেবে কুইজ, একক সংগীত, নৃত্য ও চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। 

রোববার দুপুর ১টায় টিএমএসএস ধুনট শাখার আয়োজনে বীরমুক্তিযোদ্ধা আজিজুর রহমান পাবলিক স্কুল প্রাঙ্গনে উক্ত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে প্রতিযোগিতায় অংশ নেয়া শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন ধুনট পৌরসভার মেয়র এজিএম বাদশাহ্। 

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন টিএমএসএস’র ইউপিপি-উজ্জীবিত প্রকল্পের যুগ্ম পরিচালক কামরুজ্জামান খান, টিএমএসএস’র কৈশোর প্রকল্পের ধুনট অঞ্চলের এরিয়া ম্যানেজার মেহেদী হাসান, ধুনট শাখার সহকারী ব্যবস্থাপক মোর্শেদা হক মুকুট মনি, কৈশোর প্রকল্পের ধুনট শাখার প্রোগ্রামে কর্মকর্তা মেরিনা জামান, বীরমুক্তিযোদ্ধা আজিজুর রহমান পাবলিক স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ফিরোজ খান, সহকারী শিক্ষক সজিব হোসেন, সোহেল রানা, শিপন আলম ও খাদিজা খাতুন প্রমুখ।