সমাপনীতে অংশ নেয়নি বগুড়ার ২ হাজার ৭৩৪ শিক্ষার্থী

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ২৪ নভেম্বর ২০১৯ ১২:৪৫ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ৪৩৯ বার।

বগুড়ায় এবার প্রাথমিক ও ইবতেদায়ী শিক্ষা সমাপনীতে অংশ নেয়নি ২ হাজার ৭৩৪ জন শিক্ষার্থী। জেলা প্রাথমিক শিক্ষা অফিসের তথ্যমতে, ২০১৯ সালের প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় ডিআরভুক্ত ৫২ হাজার ৬৮১ জন পরীক্ষার্থীর মধ্যে ৫০ হাজার ৯৪৭ জন উপস্থিত ও ১৭৩৪ পরীক্ষার্থী অনুপস্থিত ছিল। উপস্থিত পরীক্ষার্থীর হার শতকরা ৯৬ দশমিক ৭১।

অপরদিকে, ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষায় ডিআরভুক্ত ৯ হাজার ৮৩৭ জন পরীক্ষার্থীর মধ্যে ৮ হাজার ৭৮৭ পরীক্ষার্থী উপস্থিত ও এক হাজার ৫০ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল। উপস্থিত পরীক্ষার্থীর হার শতকরা ৮৯ দশমিক ৩৪।

তিনি আরও জানান, বগুড়া জেলায় ১২ উপজেলায় এবার ১৭৮টি কেন্দ্রে মোট ১৭৮ এবারে ৬২ হাজার ৫১৮ জন ছাত্র-ছাত্রী সমাপনী পরীক্ষায় অংশগ্রহণ করেছে। এর মধ্যে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় (পিইসি) পরীক্ষার্থী ৫২ হাজার ৬৮১ জন এবং ইবতেদায়ী শিক্ষা সমাপনী (এইসি) পরীক্ষায় ৯ হাজার ৮৩৭ জন। 

শিক্ষার্থীদের অনুপস্থিত থাকার কারণ জানতে চাইলে বগুড়া আর্মড পুলিশ ব্যাটালিয়ন স্কুল ও কলেজের অধ্যক্ষ এটিএম মোস্তফা কামাল জানান, অভিভাবকদের সচেতনতার অভাবেই এতো সংখ্যক পরীক্ষার্থী পরীক্ষা দেয় নি।

জেলা প্রাথমিক শিক্ষা অফিসার তহমিনা খাতুন বলেন, ‘যে সকল শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়নি তাদের বেশিরভাগই ছাড়পত্র নিয়ে অন্য জেলায় চলে গেছে। এবং কিছু শিক্ষার্থী মডেল টেস্ট পরীক্ষায় ফেল করায় পরের বছর পরীক্ষা দিবে বলে অভিভাবকেরা সিদ্ধান্ত নিয়েছেন’।