বগুড়ায় মেঠোসুর সঙ্গীত শিল্পী অন্বেষণে সঙ্গীত উপভোগ করলেন বিদেশী পর্যটক

প্রেস বিজ্ঞপ্তি
প্রকাশ: ২৫ নভেম্বর ২০১৯ ১১:৫৮ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১৭৫ বার।

ড. এনামুল হক আর্ট এ্যান্ড কালচারাল একাডেমীর উদ্যোগে গত শুক্রবার বগুড়ার ঠেঙ্গামারায় টিএমএসএস মম ইন বিনোদন জগৎ তৌফিক হাসান ময়না মঞ্চে অনুষ্ঠিত টিএমএসএস মেঠোসুর সঙ্গীত শিল্পী অন্বেষণ প্রতিযোগিতায় চতুর্থ রাউন্ডের ২য় দিন নির্বাচিত হয়েছেন ৮ জন শিল্পী। “তুমি গায়ক” এই শ্লোগানকে সামনে রেখে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে।
অনুষ্ঠানে উপস্থিত থেকে সঙ্গীত উপভোগ করেন টিএমএসএস সফররত আমেরিকান বাংলাদেশ বিজনেস ডেভলপমেন্ট গ্রুপের টিম লিডার সাবেক মার্কিন কংগ্রেসম্যান ল্যারি লোরাক,পরিচালক রবার্ট লিগাট,পরিচালক (এশিয়া প্যাসিফিক রিজোন) ইঞ্জিনিয়ার জুলফা হায়দার মোহাম্মদ নূর এ আলম, ইংল্যান্ডের ইউনিভার্সিটি অব শেফিল্ডের গবেষক, বিজ্ঞানী ড. সঞ্জন দাস, টিএমএসএস নির্বাহী পরিচালক অধ্যাপিকা ড. হোসনে আরা বেগম,উপ-নির্বাহী পরিচালক ডাঃ মতিউর রহমান,টিএমএসএস পরিচালনা পর্ষদের কোষাধ্যক্ষ আয়শা বেগম, উপদেষ্টা মোহাম্মদ আনোয়ারুল ইসলাম বাচ্চু,পরিচালক (চিফ প্রোগ্রাম সেক্টর) মোঃ জাকির হোসেন, ড. এনামুল হক আর্ট এ্যান্ড কালচারাল একাডেমীর কিউরেটর মোঃ নজরুল ইসলামসহ টিএমএসএস‘র উর্দ্ধতন কর্মকর্তাবৃন্দ।
বিদেশী প্রতিনিধি দলের প্রধান সাবেক মার্কিন কংগ্রেস ম্যান ল্যারি লোরাক বলেন এ দেশের স্থানীয় শিল্পীদের গাওয়া মাটির গান খুব ভাল লেগেছে। মনোমুগ্ধকর ডিসপ্লে নৃত্য আমরা সবাই উপভোগ করেছি। এর মাধ্যমে বাংলাদেশের শিল্প ও সংস্কৃতি বিষয়ে অনেক কিছু জানতে পারলাম। প্রতিযোগিতায় নির্বাচিত ৮ জন শিল্পীর গলায় ‘তুমি গায়ক’ কার্ড পরিয়ে দেন অনুষ্ঠানে আগত অতিথিবৃন্দ। যে ৬ জন প্রতিযোগি পরবর্তী রাউন্ডের জন্য নির্বাচিত হতে পারেননি কিন্তু সেরা ৪২ এ অন্তভূক্ত হয়েছেন তাদের হাতে সংস্থার পক্ষ থেকে শুভেচ্ছা সম্মননা পত্র তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে সার্বিক দায়িত্ব পালন করেন টিএমএসএস এর সিনিয়র সহকারী পরিচালক মোঃ নজিবুর রহমান জিয়া। উল্লেখ্য প্রতি শুক্রবার বিকাল ৪ টায় নির্ধারিত মঞ্চে প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে।