জেএমবি নেতা হত্যায় ৩ সদস্যের মৃত্যুদণ্ড

পুণ্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ২৫ নভেম্বর ২০১৯ ১২:৪০ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১০০ বার।

চাঁপাইনবাবগঞ্জে জেএমবি নেতা হত্যা মামলায় ৩ সদস্যের মৃত্যুদণ্ড ও ৪ জনের যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। এ ছাড়া প্রত্যেককে ১ লাখ টাকা করে জরিমানা করা হয়েছে। সোমবার দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ শওকত আলী ৬ জন আসামির উপস্থিতিতে এই রায় প্রদান করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন চাঁপাইনবাবগঞ্জে নাচোল উপজেলার সানোয়ার হোসেন, জাহাঙ্গীর আলম, গোমস্তাপুর উপজেলার আব্দুস শুকুর। এদের মধ্যে সানোয়ার হোসেন পলাতক রয়েছেন। খবর যুগান্তর অনলাইন 

যাবজ্জীবন দণ্ডপ্রাপ্তরা হলেন- গোমস্তাপুর উপজলার সামশুল আলম, সাইফুল ইসলাম, শামীম এবং নওঁগা জেলার মান্দা উপজেলার আব্দুল মোতাকাব্বির ওরফে বুলবুল।

আদালতের পিপি আঞ্জুমান আরা জানান, জেএমবির অভ্যন্তরীণ নেতৃত্বের দ্বন্দ্বের কারণে ২০১২ সালের ২৬ এপ্রিল রুহুল আমীন ওরফে সালমান নামে এক জেএমবি নেতার মাথা বিচ্ছিন্ন করে হত্যা করে আসামিরা। নিহত জঙ্গি নেতা রুহুল আমীন ওরফে সালমান ঢাকা জেলার ধানমণ্ডির আসগর আলীর ছেলে।

ওই দিন রাত ১১টার দিকে নাচোল উপজেলার ফতেপুর ইউনিয়নের খোলসি বোরিয়া গ্রামের একটি আমবাগান থেকে দ্বিখণ্ডিত মস্তকটি উদ্ধার করে পুলিশ। পরে গোমস্তাপুর উপজেলার মহানন্দা নদীর ধাইনগর ঘাটে মাটির নিচে পুঁতে রাখা দেহ উদ্ধার করে। এ ঘটনায় দুইজন আসামি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে।

হত্যাকাণ্ডের ঘটনায় নাচোল থানার এসআই আনিসুর রহমান বাদী হয়ে ৭ জনকে আসামি করে নাচোল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পরে মামলার তদন্তকারী কর্মকর্তা ও নাচোল থানার এসআই শ্রী গৌতম চন্দ্র মালী ২০১৫ সালের ২৯ আগস্ট আদালতে অভিযোগপত্র দাখিল করেন। ১৯ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে আদালতের বিচারক এ রায় দেন।