বগুড়ায় ৫ শতাধিক শিক্ষার্থীর ক্লাস নিলেন ওসি জামান

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ২৫ নভেম্বর ২০১৯ ১৩:২৫ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১৩৩৪ বার।

পুলিশকে ভয় নয় বন্ধু ভাবুন এমন চিন্তা-চেতনায় ভবিষ্যৎ প্রজন্ম যেন কোনভাবেই বিপদগামী না হয় এবং তাদের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে নৈতিক মূল্যবোধের বিকাশে বগুড়ায় প্রায় ৫ শতাধিক শিক্ষার্থীদের মাঝে ইতিবাচক পুলিশিং কার্যক্রম সম্পর্কে অবহিত করেন বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) এস.এম বদিউজ্জামান।

সোমবার দুপুরে শহরের জয়পুরপাড়া টিএমএসএস পাবলিক স্কুল এন্ড কলেজে শিক্ষার্থীদের ক্লাসের ফাঁকে ওই অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়। সদর থানার দাপ্তরিক কাজের ফাঁকে প্রতি সপ্তাহে পুলিশ কর্মকর্তা হিসেবে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ছুটে যাওয়া ওসি বদিউজ্জামান শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, শিক্ষার পাশাপাশি নিজেকে প্রকৃত মানুষ হিসেবে গড়ে তুলতে হবে। নিজের পিতা-মাতার দোয়া নিয়ে এবং গুরুজনদের সম্মান প্রদর্শনের মাধ্যমে জীবনের প্রতিটি সিঁড়ি আত্মবিশ্বাসের সাথে জয় করতে হবে। সভায় তিনি ইভটিজিং, বাল্যবিবাহ এবং মাদকের সাথে যুক্ত ব্যক্তিদের তথ্য প্রদানসহ যেকোন সমস্যায় তাকে শুধু পরপর ২ বার মিস্ড কল দেওয়ার জন্য কোমলমতি শিক্ষার্থীদের আহব্বান জানান। পরবর্তীতে অত্যন্ত গোপনভাবে তাদের সমস্যা বা তাদের দেওয়া তথ্য মিলিয়ে তা সমাধানের প্রতিশ্রুতিও দেন এই কর্মকর্তা।

এসময় সভায় উপস্থিত টিএমএমসএস এর নির্বাহী পরিচালক ড. হোসনে আরা বেগম বগুড়া সদর থানার ওসির নিজ উদ্যোগে শিক্ষা প্রতিষ্ঠানে ছুটে এসে শিক্ষার্থীদের সাথে সময় দিয়ে তাদের জীবন গঠনে দিকনির্দেশনা সহ তাদের অনুপ্রাণিত করার যে উদ্যোগ তার ভূয়সী প্রশংসা করেন এবং এটি চলমান রাখার অনুরোধ জানান।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ মহসীন আলী, রেজিষ্ট্রার গুলনাহার পারভীন, শিশু ও যুব সংগঠক সাংবাদিক সঞ্জু রায়সহ টিএমএসএস এর উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং প্রতিষ্ঠানের শিক্ষকমন্ডলী।